দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড চিরকুট। দর্শকপ্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রচুর কনসার্ট করে সুমি ও তার দল। সেই ধারাবাহিকতায় এ বছর কানাডায় কনসার্ট করেছে দলটি। এবার বিজয় দিবসের দিনে লন্ডন মাতাবে ব্যান্ড চিরকুট। কনসার্টের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার রাঈস আল দ্বীন।
১৬ ডিসেম্বর লন্ডনের মেফেয়ার, রমফোর্ড ভেন্যুতে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট করবে দলটি। ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীসহ প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি। এ বিষয়ে ব্যান্ডের ম্যানেজার রাঈস আল দ্বীন কালবেলাকে বলেন, ‘চিরকুট বর্তমানে লন্ডনে অবস্থান করছে। সুমি সেখানে আগে গেলেও গোটা ব্যান্ড নভেম্বরের শেষে যায়। ওখানে একটি কনসার্ট করে তার এক দিন পরই দেশে ফিরবে দল। তারপর ২১ ডিসেম্বরের জন্য প্রস্তুত হবে সবাই। এ ছাড়া চিরকুটের ব্যস্ততার মধ্যে দেশে কিছু কনসার্ট আছে এবং চতুর্থ অ্যালবামের কাজ হচ্ছে। এই অ্যালবামে শ্রোতাদের জন্য ছয় থেকে আটটি গান থাকবে।’ চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ: শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।