সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবসের জন্য প্রস্তুত কেয়া

অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। ছোট পর্দার বড় তারকা বলা হয় তাকে। নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে বছরজুড়েই। যে কোনো উৎসব কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। তবে এখন আর ঢালাও ভাবে তাকে কাজ করতে দেখা যায় না। অভিনয় করছেন বেছে বেছে। তবে সামনে ভালোবাসা দিবস কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা।

কেয়া পয়েল আগেই জানিয়েছিলেন নাম লেখাচ্ছেন ব্যবসায়। কথা অনুযায়ী ২০২৪ সালের শেষে তিনি খুলেন নারীদের জন্য বিউটি পার্লার। যার নাম ‘পার্ল বাই পায়েল’, যা নিয়েও তার ব্যস্ত সময় যাচ্ছে।

শুরুতেই নিজের কাজের ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী কালবেলাকে বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এই কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ আমি বেছে বেছে কাজ করছি। সব ধরনের নাটকে এখন আর আমি অভিনয় করছি না। তাই আগে গল্প পড়ি। তারপর সিদ্ধান্ত নিই কাজটি করব কি না। আমি মনে করি, কাজ কম হোক; কিন্তু ভালো হোক। এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’

এবারের ভালোবাসা দিবসে কেয়ার দুই থেকে তিনটি নাটক প্রচারের কথা রয়েছে। যার মধ্যে একটি নাটকের নাম ‘বাজি’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন তৌফিক। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, ‘এবারের ভ্যালেন্টাইনে আমার দুই থেকে তিনটি নাটক প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে বাজি আমার কাছে খুবই স্পেশাল। কারণ এর গল্প। দুর্দান্ত একটি কাজ হয়েছে। বাকি নাটকগুলো ভালো হয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এগুলোতেও দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুণ। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এ ছাড়া ফারহান অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। প্রতি বছরের এ সময়টিতে আমি ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এবারও তেমনটাই আছি।’

অভিনয়ের পাশাপাশি কেয়ার নিজের পার্লার নিয়েও রয়েছে ব্যস্ততা। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে। আমি এখন ‘পার্ল বাই পায়েল’-এর মালিক। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এখন বিয়ের মৌসুম। তাই ব্যস্ততা অনেক। তবে আমি অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। কাজ শেষে সময় পেলে তখন আমার এই প্রতিষ্ঠানে সময় কাটাই। সবাই দোয়া করবেন।’

কেয়া পায়েলের পার্লারের ইচ্ছাটা আগেই থেকেই ছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই গেল বছর ঈদের ব্যস্ততার পর বিরতি নিয়ে প্রতিষ্ঠানটি চালু করার পরিকল্পনা করেন এই অভিনেত্রী। কেয়াকে সবশেষ ‘পূর্বের বারান্দায় দেখা’ নাটকে অভিনয় করতে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করেন মিশুক মিঠু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১০

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১১

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১২

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৩

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৪

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৫

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৬

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৭

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৮

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৯

আ. লীগ নেতা গ্রেপ্তার

২০
X