বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম পিংকভিলার খবরে জানা গেছে, বর্তমানে তিনি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সোনম কাপুর ও আনন্দ আহুজার পরিবারে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথাও রয়েছে।
কিছুদিন আগে সোনম তার একমাত্র সন্তানের জন্মদিন উদযাপন করেন। ২০২২ সালের ২০ আগস্ট তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে। প্রথমবার মা হওয়ার পর অভিনয় থেকে বিরতি নিলেও ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ব্লাইন্ড সিনেমার মাধ্যমে তিনি ফের অভিনয়ে ফিরেছিলেন।
সোনমের মাতৃত্বকালীন ফটোশুট সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এবারও ভক্ত-অনুরাগীরা তার ফ্যাশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সোনম কাপুর ও আনন্দ আহুজা ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন। এরপর লন্ডনে শুরু হয় তাদের সংসারজীবন। নতুন অতিথির আগমনে ফের খুশির আবহ নেমে এসেছে এ তারকা দম্পতির ঘরে।
মন্তব্য করুন