প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত। অনুষ্ঠানে আলোচনা, গ্রন্থ ও কাব্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন, শিশু-কিশোরদের কবিতা অবলম্বনে কাব্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তেন শেখ হাসিনাকে নিবেদিত কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বংশিবাদন করবেন বিশিষ্ট শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম।
মন্তব্য করুন