কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকঋণের সুদের হার কমবে এবং সেইসঙ্গে বাজারে টাকার প্রবাহ বাড়বে। এ ছাড়া আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি বা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

যদিও নীতি সুদহার না বাড়ানোর ফলে বাজারে টাকার প্রবাহ বাড়বে। এতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার আরও কিছুটা বাড়ানো দরকার ছিল। সেইসঙ্গে ব্যাংকখাত থেকে সরকারের যে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা আরও কমানোর পক্ষে মত দিয়েছেন তারা।

রীতি অনুযায়ী, সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিন্তু বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সব ধরনের অনুষ্ঠান বর্জন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার সংবাদ সম্মেলন না করে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে। অন্যদিকে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি জুন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে ১৪ দশমিক ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে আরও বেশি ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে (রিজার্ভ মানি) মুদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। ডিসেম্বরে এ প্রবৃদ্ধি কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে গাড়ি, ফলমূল, ফুল ও প্রসাধনী আমদানির ক্ষেত্রে শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে। এর বাইরে অন্য পণ্য আমদানিতে অগ্রিম অর্থ জমার বিষয়টি শিথিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসেই ঘুমিয়ে গেলেন ট্রাম্প, ছবি ভাইরাল

পেসার মালিঙ্গাকে নিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার

এটা আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

স্বেচ্ছাশ্রমে ৩০ সেতু সংস্কার, প্রশংসায় ভাসছে ‘অদম্য যুবসমাজ’

ঊন বর্ষায়, দুনো শীত কি সত্যি হবে?

আবাসিক হোটেলে মিলল কর্মচারীর ঝুলন্ত মরদেহ

চলন্ত ট্রেনে ঢুকে পড়ল ঈগল, চালক আহত

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর

২০২৬ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি

১০

টানা তিন দিন কমতে পারে তাপমাত্রা

১১

পদ্মার চরে কাঁকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’

১২

চুরি করতে গিয়ে ২৫ সেকেন্ডে ২০ চড় খেলেন নারী

১৩

জানি না আল্লাহ আমার কোন পরীক্ষা নিচ্ছেন: মঞ্জুরুল

১৪

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

১৫

আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

১৬

‘সম্পর্ক’ নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

১৭

লাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে রেডি রাখতে এলো ইনোভার

১৮

৪ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ

১৯

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২০
X