কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সুশাসন ও জবাবদিহিতায় জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর 

গভর্নর ড. আহসান এইচ মনসুর ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত
গভর্নর ড. আহসান এইচ মনসুর ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক সুশাসন ও জবাবদিহিতায় জোড় দিচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অপরিচালনা সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। এজন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কারিগরি সহযোগিতা দিচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালানায় ‘স্টেট অব ইনভেস্টমেন্ট ক্লাইমেট বাংলাদেশ’ শীর্ষক এই ওয়েবিনারে গভর্নর বলেন, অর্থনীতির ব্যবস্থাপনার বাইরেও কিছু বিষয় আছে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ। ডলার বাজার সরবরাহ চ্যানেল এখন অনেকটা স্বস্তিদায়ক। ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) এখন সন্তোষজনক অবস্থানে যাচ্ছে।

সম্প্রতি মুডিস’র রেটিংয়ে বাংলাদেশের বিষয়ে যে তথ্য ব্যবহার করা হয়েছে সেগুলোকে সেকেলে উল্লেখ করে গভর্নর বলেন, তাদের তথ্য হালনাগাদ নয়। এজন্য তাদের বলেছি, আমাদের এখানে আসুন। এখানে এসে মূল্যায়ন করুন। সিঙ্গাপুরে বসে, অন্য কারও কথা শুনে নয় বাংলাদেশে এসে মূল্যায়ন করুন। আমাদের বিনিময় হার স্থিতিশীল। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল। মুডিসের রেটিংসে বলা হচ্ছে ডাউনগ্রেড। যেখানে অর্থনৈতিক সূচকগুলোয় আমরা এগোচ্ছি। এ কারণে মুডিসের মূল্যায়নে আমাদের আপত্তি আছে। সবকিছুর পরিবর্তন হচ্ছে।

সুদহার বৃদ্ধিতে ব্যবসায়ীদের একটু কষ্ট হচ্ছে স্বীকার করে আহসান এইচ মনসুর বলেছেন, আশা করি ব্যবসায়ী সমাজ এটা বুঝবেন, ব্যবসা একটু কঠিন হলেও তারা মেনে নিবেন। পরিস্থিতিকে গ্রহণ করবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি করা দরকার ছিল। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে, অর্থনীতির বাইরে রাজনৈতিক ব্যবস্থাপনাও।

তিনি বলেন, আমরা যেসব নীতিমালাগুলো নিচ্ছি তা টেকসই পদক্ষেপ হিসেবে দেখা যাবে ভবিষ্যতে। একটু সময় লাগলেও আমরা একটি মাচ স্ট্রঙ্গার (খুব শক্তিশালী), অ্যাকাউন্টাবল (জবাবদিহিতামূলক) ও রেগুলেটেড (যথাযথভাবে পরিচালিত) ব্যাংকিং সেক্টার পাব।

খেলাপি ঋণের পরিমাণ ব্যাংকিং খাতে দিন দিন বাড়ছে। এর কারণ ব্যাখ্যায় আহসান মনসুর বলেন, এটা আমাদের দুর্ভাগ্য, ব্যাংকিং খাতে এসএমই খাতে ঋণ গ্রহণযোগ্য স্থানে যায়নি। অনেক ব্যাংক এসএমই খাতে গুরুত্ব দেওয়ায় তাদের খেলাপির হার কমে গেছে। ঋণ বিতরণের বেলায় গুণগত নিশ্চিত করতে সতর্ক করা হচ্ছে ব্যাংকগুলোকে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করায় বেশ কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে এখন। বেসরকারি খাতের বড় একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের তারল্য সংকট হয় মন্তব্য করে আহসান মনসুর বলেন, ব্যাংকটি এক সময়ে অনেক ভালো ছিল। বাংলাদেশ ব্যাংক এখন সাপোর্ট দিচ্ছে, আশা করি তারা সমস্যা কাটিয়ে উঠতে পারে। এরপর অন্য শরিয়াহ ব্যাংকগুলো তখন সাপোর্ট পাবে এর কাছ থেকে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় পণ্য সরবরাহের দিকটি দেখা হচ্ছে।

রাজনৈতিক কারণেও অনেক সময় দর নিয়ন্ত্রণ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বাজারে কিন্তু আলুর সরবরাহ আছে। দাম একটু বেশি হলেও পাওয়া যাচ্ছে। অনেক খাদ্যপণ্যের দাম কমে আসছে। শিগগিরই খাদ্য মূল্যস্ফীতি কমে আশানুরূপ হবে বলে মনে করছি। বৈদেশিক বিনিয়োগ আনতে বাংলাদেশ ব্যাংক নীতি সহজ করছে। বিদেশি বিনিয়োগকারিরা মুনাফা ফিরিয়ে নিতে পারছেন আগাম অনুমোদন ছাড়াই বলে জানান গভর্নর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১০

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১১

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১২

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৩

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৪

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৫

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

১৬

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

১৭

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

১৮

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৯

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

২০
X