কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা ওসমান। ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা ওসমান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা ওসমানের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি।

সাক্ষাৎকালে তারা দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতোমধ্যে কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে। মালয়েশিয়া ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রুতই আলোচনা শুরু করা দরকার, এতে দুদেশই উপকৃত হবে।

বতর্মান প্রেক্ষাপটে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বহুবিধ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে। দক্ষ জনশক্তির রপ্তাণির মাধ্যমে আমরা সেখানে শক্ত অবস্থান তৈরি করতে চাই। এসময় তিনি বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানান।

পামওয়েল রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা বেড়ে যায়। দেশে পামওয়েলের চাহিদাও রয়েছে।

মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ইলেকট্রিক চিপস ও সেমিকন্ডাক্টর খাতে বিপুল বিনিয়োগ করেছে। এ খাতে সেমিকন্ডাক্টর ডিজাইনারসহ প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের দেশে প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে সেখানে কাজের সুযোগ করে দিতে চায়। এসময় তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে সহযোগিতা বাড়ানোরও প্রতিশ্রতি দেন।

হাইকমিশনার মোহাম্মদ শোহাদা ওসমান বলেন, বিশ্বব্যাপী হালাল ফুডের জনপ্রিয়তা বাড়ছে। মালয়েশিয়ায় হালাল ফুডের বাজার ১১৩ বিলিয়ন ডলার। ২০৩১ সালে বিশ্বে এ বাজারের আকার দাঁড়াবে ৬ ট্রিলিয়ন ডলারে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উচিত হালাল ফুডের বাজার লক্ষ্য করে প্রস্তুতি নেওয়া। এ সময় হাইকমিশনার হালাল ফুড প্রস্তুত ও সার্টিফিকেশনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৮৭৮.২০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ২৫৮৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং ২৯৪.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : সাংবাদিকতা বিভাগ থেকে ভিপিসহ লড়ছেন ২২ প্রার্থী

দুর্গাপূজা এলেও পালপাড়ায় নেই মাটির পুতুল-ঘোড়া

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

প্রেমিক মেনে না নেওয়ায় ৩ বছরের মেয়েকে পানিতে ফেলে হত্যা

বারবার চোখ চুলকানোর অভ্যাস কীসের লক্ষণ

বাবা হারালেন তারকা পেসার এবাদত হোসেন

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৯ খাবার, বাদ দিন এখনই

অসময়ে বাড়ছেই যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

মাছের ঘের নিয়ে বিরোধ, প্রকাশ্যে আইনজীবীকে পিটিয়ে জখম

১০

উপসহকারী প্রকৌশলী লিটন মল্লিক বরখাস্ত

১১

স্কুল মাঠের মাটি কেটে হচ্ছে শিশুপার্ক

১২

চিয়া সিডের সঙ্গে যে ৫ খাবার কখনোই খাবেন না

১৩

রাশফোর্ডে ভর করে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ শুভসূচনা

১৪

রাত ১০টা থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

১৬

যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব 

১৭

চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

১৮

ভারতীয় পরিবারের সংগ্রহে ৫০০ বছর পুরোনো স্বর্ণ মোড়ানো কোরআন

১৯

‘দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াতে ইসলামী’ 

২০
X