কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন উচ্চতায় বিআইএম, ৩ মাসেই আয় ৫০ লাখ টাকা 

বিআইএমের নবনির্মিত ১২ তলা বিশিষ্ট প্রশিক্ষণ কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
বিআইএমের নবনির্মিত ১২ তলা বিশিষ্ট প্রশিক্ষণ কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

দেশে দক্ষ, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে নতুন যুগে প্রবেশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। রাজধানীর সোবহানবাগে প্রতিষ্ঠানটির নবনির্মিত ১২ তলা বিশিষ্ট প্রশিক্ষণ কমপ্লেক্সটি হয়ে উঠেছে ভবিষ্যৎ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রতীক হয়ে। মাত্র তিন মাসেই প্রশিক্ষণ থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে ৫০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং একনেকে অনুমোদিত ঢাকাস্থ বিআইএমকে শক্তিশালীকরণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। ২০১৮ সালের ১১ এপ্রিল একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়, যার বাস্তবায়নকাল নির্ধারিত হয় এপ্রিল ২০১৮ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। প্রায় ১৫৬ কোটি টাকা ব্যয়ে পরিচালিত প্রকল্পটির ৯৯ দশমিক ৮৯ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল বিআইএম নিজেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি বেইসমেন্টসহ ভবনটির আয়তন প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট। এতে রয়েছে ২৪টি শ্রেণিকক্ষ। যার প্রতিটিতে ৬৪ জন করে মোট ১ হাজার ৫৩৬ জন প্রশিক্ষণার্থী একসঙ্গে প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া ৪টি আধুনিক কম্পিউটার ল্যাব, ৮৪টি হোস্টেল কক্ষ ও ৮টি ভিআইপি হোস্টেল, কনফারেন্স হল, মাল্টিপারপাস হল, বিজনেস সেন্টার, ডিজিটাল লাইব্রেরি ও ১১৪টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

নতুন ভবনের পাশাপাশি বিআইএমের শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এসেছে। পিজিডি কোর্সগুলোর পাঠক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী হালনাগাদ করা হয়েছে। প্রশিক্ষণ কাঠামো সাজানো হয়েছে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের চাহিদা বিবেচনায়। পাশাপাশি, অনুষদ সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের সুযোগ বেড়েছে। যাতে তারা আধুনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ হতে পারেন।

নবনির্মিত কমপ্লেক্সটি উদ্বোধনের তিন মাসের মধ্যেই সরকারি খাতে প্রায় ৫০ লাখ টাকা আয় হয়েছে। এর ফলে দক্ষতা উন্নয়ন খাতে বিআইএম মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিআইএম কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে দক্ষতা, আধুনিকতা ও রাষ্ট্রীয় উন্নয়নের প্রতীক। এখান থেকেই তৈরি হবে সেই মানবসম্পদ, যারা শুধু দেশের উন্নয়নে নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে। প্রশিক্ষণনির্ভর, দক্ষতাভিত্তিক এবং মানসম্পন্ন এই যাত্রা দেশের মানবসম্পদ উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১৩

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৭

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৮

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

১৯

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

২০
X