শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভুল সিদ্ধান্তের কারণে বারবার নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যানরা
বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা

ভুল সিদ্ধান্তের কারণে বারবার নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক চেয়ারম্যানদের অনুষ্ঠিত বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন তারা।

তারা বলেন, পৃথিবীর কোনো দেশেই সুদহার ধরে রাখার নজির নেই। আমাদের দেশেও সেটা ভুল প্রমাণিত হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এভাবে ভুল সিদ্ধান্তের কারণেই বারবার নীতি পরিবর্তন করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আমন্ত্রণে বৈঠকে আসেন ব্যাংকের চেয়ারম্যানরা। কিন্তু গভর্নর আব্দুর রউফ তালুকদার অর্থ মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে নিতে চলে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের পূর্ব নির্ধারিত সভায় সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর নুরুন নাহার।

জানা গেছে, সভায় ব্যাংক একীভূতকরণ, ডলারের বিনিময় হার, ঋণের সুদহার, সুশাসনসহ দেশের অর্থনীতির নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কেবল বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে হাসপাতাল নির্মাণ প্রসঙ্গেই আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ঋণের সুদহার চাহিদা এবং জোগানের ওপর নির্ভর করে। ফলে এটিকে আটকে রাখার কারও কোনো ক্ষমতা নাই। পৃথিবীর কোনো দেশেই সুদহার নির্দিষ্ট করে দেওয়ার নজির নেই। সুদহার আপন গতিতে চলবে। চলতে চলতে এক জায়গায় থেমে যাবে। আবার নামবে, আবার উঠবে। এটাই অর্থনীতির নিয়ম। ফলে সুদহার নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। সেটা বাজারের ওপর ছেড়ে দিতে হবে। অবশেষে বাংলাদেশ ব্যাংকও আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, ডলারের দাম বাজারভিত্তিক করার বিকল্প নেই। অন্য দেশেও ডলারের দাম অনেক বেশি। আমাদের এখানে এতদিন জোর করে চাপিয়ে রাখা হয়েছিল। যা এখন বাজারের কাছাকাছি চলে এসেছে।

বৈঠকে ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে পদ্মা ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের মিলন হচ্ছে- এই বিষয়ে আমি নিশ্চিত করতে পারি। পদ্মা এবং এক্সিম উভয় ব্যাংকই এই বিষয়ে সম্মত আছে।

ডলারের দাম বাড়ানো এবং সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের আগের নীতিগুলোগুলো ফেল করেছে। ভুল সিদ্ধান্তের কারণে বারবার নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশে বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে আমানতের সুদও যেন ৬ শতাংশের নিচে না নামে সেই বিষয়েও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে গত বছরের জুলাই মাসে মুদ্রানীতি ঘোষণার সময় ঋণের সুদহারের এই সীমা তুলে দিয়ে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) চালু করে বাংলাদেশ ব্যাংক। আর গত বুধবার স্মার্ট পদ্ধতি থেকেও সরে এসে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে নীতি সুদহারও বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া, ডলারের দর পুরোপুরি বাজারে না ছাড়লেও অনেকটাই বাজারভিত্তিক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X