ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের মসজিদের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
মন্তব্য করুন