রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
সোমবার (০৮ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ইয়ুথ কপ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার। রাজধানীর গুলশানের হোটেল লেকশোর গ্র্যান্ডে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাশাপাশি “সংলাপ থেকে আন্দোলন: ইয়ুথ কপ ২০২৫-এর সমাপ্তি” শীর্ষক অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক, কূটনীতিক, সরকারি প্রতিনিধি, বিশেষজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন সমাপনী আলোচনায়।
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কমরেড বদরুদ্দীন উমরকে আনা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত। পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।
ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে ‘স্বৈরশাসকের দোসরদের অপসারণের দাবিতে’ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
জুলাই ঐক্যের মানববন্ধন
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করবে গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য। বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য করুন