কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

বায়ুদূষণের মধ্যে যাতায়াত করছেন লোকজন। পুরোনো ছবি
বায়ুদূষণের মধ্যে যাতায়াত করছেন লোকজন। পুরোনো ছবি

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এদিন সকাল ১১টার দিকে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এ ছাড়া ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

একই সময়ে ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কোলকাতার স্কোর ১৪৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাল কার্পেটে’ ঢাকা পানজিন সৈকত প্রকৃতির বিস্ময়

লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় এসে কোথায় ঘুরলেন হানিয়া?

জিদানের ছেলের চমকপ্রদ সিদ্ধান্ত, খেলবেন নতুন দেশের হয়ে

টিম লিডার হতে এই ৭ গুণ থাকা জরুরি

প্রতিবেশী দেশে ঢুকে রুশ যুদ্ধবিমানের গর্জন, ন্যাটোকে ডাকল এস্তোনিয়া

আইসিসির অভিযোগের পাল্টা জবাবে মেইলে যা লিখল পাকিস্তান

কালের গহ্বরে চাপা পড়া সপ্তম আশ্চর্যের হাহাকার

আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের

চাপের সময় কেন একা থাকতে মন চায় জানালেন মনোবিদ

১০

এলপিজিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

১১

হঠাৎ কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, বার্তা দিচ্ছে শীতের

১২

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

১৩

হার্ট অ্যাটাক মানেই বুকে ব্যথা না, জেনে নিন নীরব লক্ষণগুলো

১৪

‘বাঘ-সিংহের’ লড়াই আজ, পরিসংখ্যান কাদের পক্ষে

১৫

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

১৬

যারা হাসিনার সঙ্গে আঁতাত করেছিল, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার 

১৭

মাত্র ১০ মিনিটে ঘরকে ঝকঝকে করে তুলবেন যেভাবে

১৮

জুবিনকে নিয়ে যা বললেন সোহম চক্রবর্তী

১৯

ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, দল পেল বড় জয়

২০
X