ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, তারা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। কীভাবে সাধারণ মানুষের কাছে যেতে হয়, তাদের পাশে দাঁড়াতে হয়, তারেক রহমান তা জানেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তুরাগের কামারপাড়া পুরাতন বাজার এলাকায় স্থানীয় সমস্যা সমাধান বিষয়ে সাধারণ মানুষের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে সেখানকার জনগণের দুর্ভোগের বিষয় উঠে আসে।
মোস্তফা জামান বলেন, তারেক রহমান যে কয়টি উদ্যোগ নিয়েছেন, সবগুলোই জনকল্যাণমূলক। প্রতিটা কাজে জনসম্পৃক্ততা রয়েছে। আপনারা জানেন, অধিকাংশ সময় আমরা উঠান বৈঠক করি। আর এসব উঠান বৈঠকে ওই এলাকার জনদুর্ভোগ উঠে আসে। আমরা সেই জনদুর্ভোগ নিয়ে কাজ করার চেষ্টা করি। ইতোমধ্যে উত্তরখান এলাকায় গ্যাসের সমস্যা নিয়ে আমরা কাজ করছি। তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা অচিরেই সে সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে। এছাড়া ওই এলাকায় বেশকিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়, সেখানে বিএনপির পক্ষ থেকে ট্রাফিক ট্র্যাকার বা স্বেচ্ছাসেবক দেয়া হবে, যাতে করে সড়কের শৃঙ্খলা বজায় থাকে।
তিনি আরও বলেন, এখানে আসার পর অনেকেই চাঁদাবাজির অভিযোগ করেছেন। অনেকেই সড়কের অসমাপ্ত কাজ নিয়ে অভিযোগ করেছেন। আমি বলতে চাই, এই এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজি চলবে না। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার (ঢাকা মহানগর উত্তর বিএনপি) আহ্বায়ক আমিনুল হক ও আমি তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আপনাদেরকে বলব- আমার নাম্বার নিয়ে রাখেন। আপনারা শুধু ফোন করে অভিযোগ দিবেন, ব্যবস্থা নেওয়ার কাজ আমার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, রিপন হাসান খন্দকারসহ অন্য নেতারা।
মন্তব্য করুন