কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগ

রাজধানীর হাতিরপুলে বাম ঘরানার পাঁচটি দলের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
রাজধানীর হাতিরপুলে বাম ঘরানার পাঁচটি দলের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনের উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ। এর অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরপুলে একটি রেস্টুরেন্টে বাম ঘরানার পাঁচটি দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছয় দলীয় এই জোট।

এর আগে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। ২৯টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল। বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা প্রকট। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এই তিন দল তিন ধরনের পদ্ধতির কথা বলেছে।

গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের গতকালের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে হবে এবং বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসন কীভাবে করা যায়— সেই বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আর বাম দলগুলোর মধ্য বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্ট।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম।

বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা কালবেলাকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে। একেক দল একেকভাবে বাস্তবায়ন করার পক্ষে মতামত দিচ্ছে। দলগুলোর মধ্যে এমন মতবিরোধে আটকে আছে জুলাই সনদ স্বাক্ষর।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে আজকে (সোমবার) আমাদের একটি মতবিনিময় হয়েছে। এখানে জুলাই সনদ ও সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা বলেছি, গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরিবেশ আমাদের দেশে নেই।

ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যেসব বিষয়ে দ্বিমত রয়েছে এবং অন্যান্য দলের যে বিষয়ে দ্বিমত আছে, সেগুলো নিয়ে কমিশন আলোচনা করতে পারে। এক্ষেত্রে দলগুলো আলাদা আলাদা করে বৈঠক করতে পারে।

বৈঠক প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র মঞ্চ এ নিয়ে কয়েকদিনের মধ্যে আরও অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে।

পরে রাতে গণসংহতি আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেইসাথে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়েও আলোচনা করেন তারা।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

৩০ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

সেভেন রিংস সিমেন্টের ‘জেনে গড়ি, নিজের বাড়ি’ শীর্ষক সম্মেলন

ওসমানী হাসপাতালে ট্যাংকির ঢালাই ভেঙে কর্মী নিহত

জামিন পেলেন বাসদের সেই দুই নেতা

ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির : সেলিমুজ্জামান

লালমনিরহাটে দুর্গাপূজার উদ্বোধন করলেন হাঙ্গেরি দূতাবাসের কনসাল 

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

১০

জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগ

১১

তারেক রহমান জানেন কীভাবে মানুষের কাছে যেতে হয় : মোস্তফা জামান

১২

স্থানীয় নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৩

কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

১৪

প্লাস্টিক কারখানাসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

১৫

গাজায় যুদ্ধ বন্ধে যে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

১৬

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

১৭

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

১৮

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

২০
X