

রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াছিন নামে একজনকে আটক করা হয়।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি বলেন, ঝিগাতলা থেকে চারটি ককটেলসহ ইয়াছিন নামে একজনকে আটক করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আটক ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শাহ মোস্তফা তারিকুজ্জামান।
মন্তব্য করুন