

সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৩ দুষ্কৃতকারী আটক ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপের ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সেনাবাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় সন্দেহভাজন কিছু দুষ্কৃতকারীর অস্বাভাবিক গতিবিধি পর্যালোচনা করে সদরঘাট লঞ্চ টার্মিনালের ১৬ নম্বর পল্টনের মাটির নিচে পুঁতে রাখা সর্বমোট ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট মো. জিহাদ নামের (১৯) একজনকে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মো. মনির (৫০) ও মো. স্বাধীন (২০) নামের আরও দুজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আতঙ্ক এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এই ককটেলগুলো রেখেছিল এবং আজ রাতে বিভিন্ন জায়গায় তাদের এই নাশকতা করার পরিকল্পনা ছিল।
যৌথবাহিনীর অভিযান শেষে আটকদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং উদ্ধার করা ৭টি অবিস্ফোরিত ককটেল পুলিশের বোমডিসপোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়।
মন্তব্য করুন