

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, জনগণের ভালোবাসাই হচ্ছে আমার শক্তি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
আখতারুল আলম ফারুক বলেন, ধানের শীষের মার্কা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। কাজেই মেহনতি মানুষের ন্যায্য ভোট ধানের শীষের পক্ষে হোক। আগামী ৫ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে বিএনপিকে বিজয়ী করা হবে। আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের বাংলাদেশ গড়া হবে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে সীমাহীন ভালোবাসেন। জনগণের আস্থা ও পছন্দের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। উন্নত ও সমৃদ্ধ ফুলবাড়িয়া গড়তে কাজ করব।
বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি জনতার কাছে দায়িত্ব পালন করব। তবে বিশেষ করে তরুণ ও শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পিছিয়ে থাকা জনপদকে উন্নয়নের মূলধারায় ফেরাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফারুক বলেন, মহান আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি প্রতিটা ভোট আমানত হিসেবে গ্রহণ করব। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও জনগণের পাশে থাকব।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদলের পরিচালনায় আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ, শাহীনুর মল্লিক জিবন, বাপ্পী, পৌর বিএনপির আহ্বায়ক শমসের আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন