বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে মিছিল ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মোখলেসুর রহমান, হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহসাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর, সহসাংগঠনিক সম্পাদক মো. কাজল হোসেন, সহপাঠাগারবিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, সাব্বির আহমেদ, মফিজুল ইসলাম, সুমন হোসেন, সজিব আহমেদ, সোহাগ বিশ্বাস, কাদের আহম্মদ, সানাউল্লাহ রবিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আজাদ হোসেন, সুজন চন্দ্র দাস, আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ইমরান, সহসাংগঠনিক সম্পাদক ইজাহার মজুমদার, জাহিদুল ইসলাম, ছাত্রনেতা হিমেল ও লুৎফুর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা মিলন, জাকির, হিরু, মাহবুবুর রহমান শাহিন, লালবাগ থানা ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাঈমুল ইসলাম হৃদয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মো. ফরিদুল ইসলাম হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতারা।
মন্তব্য করুন