চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
অডিও বার্তা ভাইরাল

চবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে কোপানোয় জড়িতের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। ছবি : সংগৃহীত

এবার নিজ গ্রুপের কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে রেকর্ডটিকে সুপার এডিটেড বলে দাবি করেছেন চবি ছাত্রলীগ সভাপতি।

এদিকে অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর রেজাউল হক রুবেলকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারই দল সিএফসি। বুধবার (৭ জুন) রাত ১টার দিকে শাহ আমানত হলের সামনে ‘রুবেলের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রুবেলের চামড়া, তুলে নেব আমরা’ প্রভৃতি স্লোগান দিতে থাকে সিএফসির কর্মীরা।

তাদের অভিযোগ, রুবেলের বিরুদ্ধচারণ করলে নিজ দলের কর্মীদের শায়েস্তা করতে দ্বিধাবোধ করে না। এ ছাড়া ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে রুবেল অনৈতিক ফায়দা লুটেছে বলেও অভিযোগ তোলে তারই দলের কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ও সিএফসির কর্মী খালেদ মাসুদ কালবেলাকে বলেন, রুবেল নিজের কর্মীকে আঘাত করার কথা স্বীকার করছে। যে নিজ দলের কর্মীকে আঘাত করতে পারে তার আদর্শ নিয়ে প্রশ্ন ওঠে। অতীতেও সে এমন ন্যক্কারজনক কাজ করেছে। তার কাছে আমরা কেউই নিরাপদ না। সে যে কোনো সময় আমাদেরও অন্য দলের কর্মীদের দিয়ে আঘাত করতে পারে। তা ছাড়া, সে ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্নভাবে অনৈতিক ফায়দা লুটেছে। আদর্শ বিবর্জিত কোনো নেতার নেতৃত্ব আমরা মানব না। তাই চবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই রেকর্ডে শোনা যায়, নিজ দলের এক কর্মীকে পাশে থাকার কথা বলতে গিয়ে সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘তাকে বিভিন্ন মানুষ আয়ত্তে নিয়ে নিছে। নিজের... নিজেই মারি ফেলবে। (শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও সিএফসির কর্মী) রমজাইন্নারে মারতে হইছে আমার? আমারে চিটাগাং ভার্সিটির সবাই ভয় পাইতো রে ভাই, ভয় পায়। তুই শুধু আমার পাশে থাক। বাকি কাজ অটো হয়ে যাবে। রমজাইন্নারে কোপ পড়ছে না? অনেক লাফাইছে না? লাফাইছে রমজান। ওই হিসেবে পড়ি গেছে। সবকিছু মুখে বলতে হবে কেন? চুপ করে থাক না। আমারে দাঁড়াইতে দে। দেখবি অনেকে অনেক হিসাবের মধ্যে হয় পায়ে এসে পড়বে, নয়তো নিজের মতো নিজের হিসাব মিলাই নিবে।’

তবে অডিও ফোনকল রেকর্ডটিকে সুপার এডিটেড দাবি করে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল কালবেলাকে বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সুপার এডিটেড। আমার বিভিন্ন কথাবার্তাকে সংযোজন বিয়োজন করে এই অডিও রেকর্ডটা বানানো হয়েছে।

শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসির আরেক নেতা সাদাফ খান কালবেলাকে বলেন, এটা রেজাউল হক রুবেলেরই ফোনকল রেকর্ড। তার কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ না। সে তার অপকর্মগুলো ঢাকার জন্য অন্য দলের সঙ্গে আঁতাত করে রমজানকে কুপিয়েছে। সুতরাং, যারা এর সঙ্গে জড়িত আমরা দ্রুত তাদের বিচার চাই। তা ছাড়া, রুবেল ছাত্রলীগের আদর্শ বহির্ভূত কাজ করেছে। তাই, তাকে চবি ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রমজান হোসাইনকে সিক্সটি নাইনের কয়েকজন কর্মী মিলে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ২০১৯ সালের ১৩ জুলাই সভাপতির দায়িত্ব পান। এরপর থেকে বিভিন্ন সময়ে নানা অপকর্মের সঙ্গে সংশ্লিষ্টতায় আলোচনায় আসেন তিনি। এমনকি তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন খোদ ছাত্রলীগের নেতাকর্মীরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল মতিঝিল-কমলাপুর / সরকারের দাবি ১৮৫ কোটি সাশ্রয়, অথচ ব্যয় বেড়েছে ১৯১ কোটি টাকা

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

জাতির স্বার্থে সব আত্মত্যাগে আমরা প্রস্তুত : জুয়েল

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করল ক্যারিয়ার প্রো বিডি

নির্বাচনে ডিসি-এসপিদের পদায়ন নিয়ে সিদ্ধান্ত

ট্যারিফ পুনর্নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে বন্দর

ইমাম-খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি

দুদক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে খসড়া অনুমোদন, টিআইবির উদ্বেগ

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

১০

ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

১১

আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরদল

১২

ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী

১৩

ফ্রিজে রাখা ভাত কি স্বাস্থ্যকর? যা বলছেন  বিশেষজ্ঞরা

১৪

প্রাথমিকের উপবৃত্তির টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

১৫

ফ্ল্যাটে ঝুলছিল শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ

১৬

পুষ্টিগুণ সমৃদ্ধ চাল উৎপাদনের মানদণ্ড পূরণে দেওয়া হলো প্রশিক্ষণ

১৭

গ্রেপ্তারের গুঞ্জনের মাঝেই ভাইরাল ডনের গান

১৮

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৫০ রান 

১৯

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বেশি বিনিয়োগ হবে : আমীর খসরু

২০
X