চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রায় শুনে আদালতে জ্ঞান হারালেন বাদী

নিহত প্রবাসী ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
নিহত প্রবাসী ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে খুন হওয়া প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া হয়েছে। ওই রায়ে ১২ জন আসামিকেই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। এ সময় মামলার রায় শুনে নিহত ইউসুফ আলীর স্ত্রী আদালতে জ্ঞান হারিয়ে পড়ে যান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্ত ১২ জন হলেন– আজগর আলী (৫২), টিপু (২৮), মামুন (৩৩), আলী আকবর (৪৩), মাহবুবুল আলম (৩৩), সাগর খান (২২), মোমিন (২০), আলমগীর (৪০), আয়ুব আলী খান (৫৪), মোহসিনুল হক (৫৫), আবু তালেব (৩৮) ও আবু বক্কর (৫১)।

ট্রাইব্যুনালের চট্টগ্রাম বিভাগের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অশোক কুমার দাশ বলেন, বুধবার (২৯ মে) চাঞ্চল্যকর এই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়। এদিন আদালত এর আগে জামিন হওয়া ৭ আসামিকে জেল হাজতে পাঠান। আগে থেকে জেল হাজতে ছিলেন চার আসামি। মামলার অভিযুক্ত আইয়ুব আলী ও নাজু ছাড়া সব আসামি জেল হাজতে ছিল। বৃহস্পতিবার আদালত রায় দেন। রায়ে ১২ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়। মামলায় অভিযুক্ত ১৩ আসামির মধ্যে একজন শিশু হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে। তার নাম নেজাম উদ্দিন নাজু (১৭)। সে পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার দিন সাধারণ ডায়েরি না করা, রক্তমাখা কিছু উদ্ধার না করা এসব গাফিলতি উল্লেখ করে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের সময় ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। এদিকে, রায় ঘোষণার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও মামলার বাদী শাহিনুর আক্তার। জ্ঞান হারান তিনি।

শাহিনুর আক্তার কালবেলাকে বলেন, হত্যাকারীরা শুরু থেকেই মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছিল। এমনকি আমার সন্তান ও দেবরকেও হত্যার হুমকি দেয়। হুমকির কারণে স্বামীর ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে। আশা করেছিলাম আদালত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু ন্যায়বিচার পাইনি। আমি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাব।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এম আবু তৈয়ব তালুকদার সদস্য নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলী এতে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তৈয়বের বড় ভাই প্রবাসী ইউসুফের ওপর হামলা চালায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে আজগর আলীসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

রাঙ্গুনিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ১৪ আগস্ট ১২ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুইয়া।

মামলাটি চাঞ্চল্যকর বিবেচনায় দ্রুত নিষ্পত্তির লক্ষে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার গেজেট প্রকাশ হয়। জেলা চাঞ্চল্যকর মামলা মনিটরিং কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং কমিটি মামলাটি ট্রাইব্যুনালে পাঠাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি আইন মন্ত্রণালয়ে যায়। এরপর প্রজ্ঞাপন জারি করে চাঞ্চল্যকর মামলা হিসেবে সেটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মেডিকেলে চান্স পেলেন একই উপজেলার ৬ শিক্ষার্থী

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমির পথে বাংলাদেশ

তিতাস গ্যাস ফিল্ডে নতুন গ্যাসকূপ খনন কাজ শুরু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর

মেসি-উন্মাদনা ‍নিয়ে প্রশ্ন ছুড়লেন ভারতের স্বর্ণজয়ী শুটার

যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন

গাইনি স্পেশালিস্ট পদে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

কাজ শেষ না হতেই ৯ কোটি টাকার সড়কে ফাটল

শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

১০

‘হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে’

১১

ওয়েবক্যাম ব্যবহারে সতর্ক থাকুন কিছু সহজ উপায়ে

১২

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে

১৩

আনিস আলমগীর গ্রেপ্তার

১৪

১০ সহজ ও প্রাকৃতিক পানীয় দিয়ে কমান ফ্যাটি লিভার

১৫

লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

১৬

এক স্কুলের ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৭

প্রকাশ পেল ‘পালে লাগে নারে হাওয়া’

১৮

আরও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য নির্ধারণ

১৯

তিন দফা দাবিতে জবির ভিসি ভবন ব্লকেড

২০
X