ঝরনায় গোসল করতে গিয়ে চোরের কবলে পড়েছে সাত শিক্ষার্থী। এ সময় তাদের ব্যাবহৃত মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। তারা অনেক খোঁজাখুঁজি করেও তা উদ্ধার করতে পারেনি।
রোববার (২ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকায় অবস্থিত ঝরঝরি ঝরনায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পর্যটকরা এসেছেন চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে। তারা প্রত্যেকেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগীরা হলেন, ইউসা খালেদ, তাসিন আহমেদ সিদ্দিক, তৌকির আনোয়ার, নওশাদ চৌধুরী, রায়হান চৌধুরী, কারিবুল আলম ও সাইদাপ।
ভুক্তভোগীরা জানান, নগরীর চকবাজার এলাকা থেকে সাত বন্ধু মিলে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকায় অবস্থিত ঝরঝরি ঝরনায় আসেন। সকাল সাড়ে দশটার দিকে তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগগুলো ঝরনার পাশে রেখে ঝরনায় গোসল করতে নামেন। কিন্তু আধঘণ্টা পর গোসল করে এসে দেখেন তাদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র রেখে যাওয়া স্থানে নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। মোবাইলসহ চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন