মাঠ পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে নীলফামারী অঞ্চলের জন্য এজেন্ট মিট-২০২৫ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ২০ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিয়েছে নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। আর্থিক অন্তর্ভুক্তি বিকাশে ব্যাংকের এই ধারাবাহিক উদ্যোগ এজেন্ট ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) পরিচালক মো. ইকবাল মহসীন এবং যুগ্ম পরিচালক পিনাকী রঞ্জন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, আঞ্চলিক প্রধান, ব্রাঞ্চ ম্যানেজার, এসএমই ব্যাংকিং প্রতিনিধিসহ ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং টিমের অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী এ কর্মসূচিতে মতবিনিময়, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের হালনাগাদ তথ্য, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এজেন্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন, যাতে তারা দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত করতে উদ্বুদ্ধ হন। অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে অসামান্য অবদান রাখা সেরা পারফর্মিং এজেন্টদের ডায়মন্ড, প্ল্যাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, শহরকেন্দ্রিক প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গিয়ে দেশের প্রতিটি প্রান্তিক অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজেন্ট মিটের মতো এমন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সবার জন্য প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা নিশ্চিতের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, ব্যাংকের প্রযুক্তি সক্ষমতাকে কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক গ্রাহকদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, লোন নেওয়া ও রেমিট্যান্সের টাকা উত্তোলন করতে পারছেন।
ব্র্যাক ব্যাংক পিএলসি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে। যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্র্যাক ব্যাংক প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ১০০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১০ হাজারেরও বেশি বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক করপোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে।
ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। ২০ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
মন্তব্য করুন