মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কারাগারে উপজেলা চেয়ারম্যান, প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা

কারাগারে পাঠানো হচ্ছেে চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে। ছবি : কালবেলা
কারাগারে পাঠানো হচ্ছেে চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এমন আদেশের প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা করেছে চেয়ারম্যানের সমর্থকেরা।

জানা গেছে, সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় রিমু চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান রিমুর সমর্থকরা মাদারগঞ্জে তাৎক্ষণিক বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। এছাড়া তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় হরতালের ডাক দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সার ব্যবসায়ী নওশের আলী সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় রায়হান রহমতুল্লাহ রিমুর নাম উঠে আসে। পরে উচ্চ আদালত থেকে তিনি ৬ সপ্তাহের জামিনে ছিলেন।

তিনি জানান, জামিনে থাকা অবস্থায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে রায়হান রহমতুল্লাহ রিমু মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। রোববার তার জামিনের মেয়াদ শেষ হয়। ফলে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এদিকে চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। চেয়ারম্যানের মুক্তি না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পুরো উপজেলায় হরতালের ডাক দিয়েছেন তারা।

মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান সাগর বলেন, চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা না থাকলেও চারবছর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তার মুক্তি না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, তবে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা হরতালসহ আন্দোলনের আওতামুক্ত থাকবেন বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

১০

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

১১

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১২

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১৩

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১৪

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৫

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৬

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৭

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৮

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৯

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

২০
X