আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যক্ষের লাঞ্ছনা সইতে না পেরে হাসপাতালে শিক্ষক

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ শাখার শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছনা সইতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক শিক্ষক।

বুধবার (৩ জুন) উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর রুমে বসে পরীক্ষার মার্কশিট তৈরির কাজ করছিলেন। এ সময় অধ্যক্ষ মোহিত কুমার দাশ অফিস সহকারীর কক্ষে প্রবেশ করেন। প্রভাষক জাকির হোসেন কেন এই রুমে বসে আছেন এমন প্রশ্ন তুলে ধমক দিতে থাকেন অধ্যক্ষ। পরে প্রভাষক জাকির হোসেনকে রুম থেকে বের হয়ে যেতে বলেন অধ্যক্ষ মোহিত কুমার দাশ।

অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের সঙ্গে ঘটনাটি অবহিত করলে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে গিয়ে এ ঘটনার কারণ জানতে চান। এ সময় অধ্যক্ষ উত্তেজিত হয়ে উপস্থিত শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালসহ চাকরিচ্যুত করার হুমকি দেন। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। এরমধ্যে প্রভাষক জাকির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

জানা গেছে, অধ্যক্ষ মোহিত কুমার দাশ বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বিদ্যালয় থেকে শুরু করে কলেজ শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং রাজনীতিতে বিভক্ত করে রেখেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই তাদের সন্তানদের বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশ কালবেলাকে বলেন, প্রভাষক জাকির হোসেন আমার রুমে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করাসহ চেয়ার উঠিয়ে মারধর করতে আসে। ঘটনার সময় অন্যান্য শিক্ষকদের সহায়তায় তাদেরকে থামানো হয়। পরে শুনলাম প্রভাষক জাকির হোসেন অসুস্থ হয়ে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে আমাকে কেউ লিখিত বা মৌখিকভাবে অবহিত করেননি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক বলে জানান তিনি।

চিকিৎসাধীন প্রভাষক জাকির হোসেন বলেন, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আমার মুখে ও হাতে শক্তি কম পাচ্ছি। যা প্যারালাইসিসের লক্ষণ। অধ্যক্ষ মোহিত কুমার দাশ পরিকল্পিতভাবে আমাকে অপমান অপদস্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও আমার সহকর্মীদের সামনে আমাকে লাঞ্ছিত করেন। মানসিকভাবে এ ঘটনা আমি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লে আমার সহকর্মীরা আমাকে হাসপাতালে ভর্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেপ্তার

১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল যে জেলায়   

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামছেন হামজা-জামালরা

হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

সমুদ্রসৈকতে তিন দিন পড়ে ছিল বিপন্ন প্রজাতির ডলফিন

কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে

অভিনয় এখন আত্মপ্রদর্শন হয়ে দাঁড়িয়েছে: সজীব

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

১০

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

১১

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

১২

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

১৩

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

১৪

কটাক্ষের শিকার দীপিকা

১৫

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

১৬

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

১৭

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X