রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবারও উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে আবারও উৎপাদন শুরু করেছে কারখানাটি। এর আগে শুক্রবার (১২ জুলাই) রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া উৎপাদন মেশিনের মেরামত শেষে শনিবার দুপুর ১টার দিকে আবারও উৎপাদন কার্যক্রমে ফিরে কেপিএম।
কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ট পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়ে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) আবুল কাসেম জানান, শনিবার রাত একটার দিকে আগুনের সূত্র হয়৷ পরে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলি, কাপ্তাই ফায়ার সার্ভিসও আমাদের সহযোগিতা করেছে। কিছু কাগজ পুড়ে গেছে; তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার সকাল থেকেই উৎপাদন চলছে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত সোয়া ১টার দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন