রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেহগনি বাগানে শহীদ মোল্লা নামে এক চরমপন্থিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ই জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ মোল্লা পাবনা জেলার আমিনপুর উপজেলার দুর্গাপুর পানপাড়া গ্রামের কানাই মোল্লার ছেলে। পুলিশের দাবি, নিহত শহীদ মোল্লা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের (পূর্ব বাংলা সর্বহারা পার্টি) সদস্য।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। চিকিৎসক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাচালক শহীদ মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর সেই অটোরিকশাচালক পালিয়ে যায়। নিয়ে আসার ১০মিনিট পর শহীদ মোল্লা মারা যায়।
ওসি আরও বলেন, খোঁজখবর নিয়ে জানতে পারি কে বা কারা উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকার পেছনে একটি মেহগনির বাগানে তার ওপর হামলা করে। ঘটনাস্থল থেকে একটি হাতঘড়ি ও একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করা হয়েছে।
প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, নিহত শহীদের বিরুদ্ধে দুটি হত্যা ও দুটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ শুরু করেছি।
মন্তব্য করুন