টাঙ্গাইলে কোটা আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ২০জন।
বুধবার (১৮ জুলাই) সকাল ১২টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আন্দোলনে সংঘর্ষ চলাকালে আনন্দ টিভির মৃদুল, এখন টিভির ক্যামেরাম্যান শুভন ও বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেনসহ অন্তত ২০জন আহত হয়েছেন।
জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।
আন্দোলনকারীরা বাসস্ট্যান্ড থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটা আন্দোলনকারীরা শহরের বিভিন্ন জায়গাতে জানমালের ক্ষয়ক্ষতি করছে।
তিনি বলেন, এ ছাড়া পুলিশ সদস্যর ওপর ইট পাটকেল মারতে শুরু করে। যার কারণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়।