ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীতীরবর্তী বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, হাঁস-মুরগি ও গবাদিপশু। তলিয়ে গেছে কয়েকশ একর জমির ফসল। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৫০-৬০ লাখ টাকার সম্পদ। এমন পরিস্থিতিতে চুলায়ও জ্বলছে আগুন। মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার হাসাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাসমহল বাজার সংলগ্ন বেড়িবাঁধের কান্ট্রিসাইডে একটি ছিদ্র দিয়ে অল্প অল্প পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই বাঁধের ২০-২৫ ফুট জায়গা ভেঙে গিয়ে পানি প্রবেশ করে। এতে প্রায় ৭-৮ গ্রাম পানিতে প্লাবিত হয়। এ ছাড়া আরও দুই তিন স্থানে বাঁধের ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানায়, বেড়িবাঁধটি অরক্ষিত থাকায় জোয়ারের পানিতে তা ভেঙে গেছে। তবে ভাটায় পানি সামান্য কমলেও এলাকায় কয়েকশ পরিবারের দুর্ভোগের শেষ নেই। অর্ধাহারে অনাহারে এক মানবেতর জীবন কাটছে অনেক পরিবার।
একপর্যায়ে খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ রক্ষার উদ্যোগ নেয়।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনা স্থলে গিয়ে বাঁধ নির্মাণে কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান জানান, আপাতত বাঁধ রক্ষার কাজ চলছে। তবে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন