কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে গোসল করতে গিয়ে রাজন মিয়া (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে করিমগঞ্জ উপজেলার হাছানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাজন মিয়া পেশায় একজন রংমিস্ত্রি। তিনি কিশোরগঞ্জ শহরের ৩২ বাসস্ট্যান্ড এলাকার মালেক মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ১০টায় তার বড় ভাই ও ভাতিজাকে নিয়ে করিমগঞ্জ উপজেলার হাছানপুর ব্রিজ এলাকায় বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে দুপুরের দিকে হাছানপুর ব্রিজের পাশে হাওরে গোসল করতে নামেন। এ সময় নদীর স্রোত ও উত্তাল ঢেউয়ে রাজন মিয়া পানিতে তলিয়ে যান। এরপর থেকে রাজন মিয়া পানিতে নিখোঁজ রয়েছেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, রাজন মিয়া পানিতে ডুবে গিয়ে নিখোঁজের বিষয়টি অনেক পরে আমরা জেনেছি। থানা পুলিশকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য করুন