অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়ার তিন বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরেছেন আব্দুস সামাদ (৩৪) ও মো. সালাম (৩৬)।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টায় তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে আব্দুস সামাদ ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরামপুর গ্রামের মৃত মো. তাজিমুদ্দিনের ছেলে মো. সালাম।
ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া সাবডিভিশন কারাগারে আব্দুস সামাদ এবং ওই রাজ্যের ধুপরি কারাগারে মো. সালাম কারাভোগ করেন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাদের আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হস্তান্তরের সময় ডাউকি ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ সুজিত ভট্টাচার্য, তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুস সামাদকে এবং বিকেল সাড়ে ৫টার দিকে মো. সালামকে তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
মন্তব্য করুন