বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গান গেয়ে বাদাম বিক্রির টাকায় সংসার চলে প্রতিবন্ধী রাজুর  

বাদাম বিক্রি করছেন দৃষ্টিপ্রতিবন্ধী রাজু মিয়া। ছবি : কালবেলা
বাদাম বিক্রি করছেন দৃষ্টিপ্রতিবন্ধী রাজু মিয়া। ছবি : কালবেলা

জীবন সংগ্রামে এক লড়াকু সৈনিকের নাম রাজু মিয়া। তিনি একজন দৃষ্টিপ্রতীবন্ধী। দীর্ঘ ২৫বছর ধরে তিনি বাদাম বিক্রি করে যাচ্ছেন দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে। রাজু মিয়া বাদামের টোপলা ও বাদ্যযন্ত্র তবলা গলায় ঝুলিয়ে গান গেয়ে দর্শকের মন মাতানোর পর বাদাম বিক্রি করে চলেছেন দিনের পর দিন।

রাজু মিয়া (৪০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার আমবাগান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পরিবার-পরিজন নিয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। তার সংসারে তার মা মোছা. আনিছা বেগম (৫০) ও দুই ভাই এনামুল হক (২০) এবং আনারুল হক (২৫) রয়েছেন। প্রায় ২৫ বছর ধরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, গ্রাম্য মেলা ও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান গেয়ে বাদাম বিক্রি করে থাকেন তিনি।

জীবন সংগ্রামে নিজের স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে আসছেন তিনি। কারো কাছে হাত না পেতে কিংবা করুণায় বেঁচে না থেকে নিজের পরিশ্রমের আয় দিয়ে চলে তার সংসার। জন্মের পর থেকেই রাজু দৃষ্টিপ্রতিবন্ধী।

রাজু প্রতিদিন বাদামের টোপলা এবং তবলা গলায় ঝুলিয়ে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, অফিস চত্বর, হাট-বাজারে মধুর কণ্ঠে গান গেয়ে প্রথমে দর্শক জমান, একপর্যায়ে বাদাম বিক্রি শুরু করেন। প্রতিদিন বাদাম বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লাভ হয়। আর ওই লাভের টাকা দিয়েই সন্ধ্যায় চাল-ডালসহ বাজার করে বাড়ি ফিরতে হয় তাকে।

রাজু মিয়া বলেন, জীবন-জীবিকার তাগিদে গান গেয়ে বাদাম বিক্রি করে আমার সংসার চলছে। রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমি বিভিন্ন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই বাদাম বিক্রির জন্য। অথচ একটুও আরাম-আয়েশের চিন্তা করি না। বৃদ্ধ মা ও ছোট দুই ভাইয়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার চিন্তায় থাকি। তবে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় গান গেয়ে বাদাম বিক্রি করার কাজ ততটা সুবিধাজনক নয়। বিভিন্ন জায়গায় চলফেরা করা অনেক কষ্টকর। সরকারি সুযোগ সুবিধা পেলে একটি স্থায়ী দোকান বা ব্যবসা করতে পারলে সুবিধা হতো। এ বিষয়ে অনেককে সাহায্য করার কথা বললেও কেউ এগিয়ে আসে না। আমার এলাকার চেয়ারম্যানও আমাকে ততটা সাহায্য-সহযোগিতা করেননি। তবে উপজেলা সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা পাই। তা দিয়ে সংসার চালানো কঠিন।

এ বিষয়ে জানতে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাছান মো. সালেহ উদ্দিনকে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন্নাহার কালবেলাকে বলেন, মাহমুদ ইউনিয়নের ভাদুরিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী রাজু মিয়াকে কারোনাকালীন সময়ে ভাতাভোগী কার্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১০

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১১

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১২

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৩

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৫

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৬

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৭

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৮

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৯

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

২০
X