এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিকতার কাছে ধরাশায়ী ‘ঠাটারি’ পেশা

পাতিল মেরামতের কাজ করছেন সুরুজ্জামাল। ছবি : কালবেলা
পাতিল মেরামতের কাজ করছেন সুরুজ্জামাল। ছবি : কালবেলা

বংশ পরম্পরায় বিভিন্ন তৈজসপত্রের ফুটো মেরামত করা ঠাটারিদের (তৈজসপত্র মেরামতকারী) পেশা। দাদার পর বাবা, আবার বাবার পর ছেলেরাও পেশা হিসেবে বেছে নিয়েছেন। কয়েক দশক আগেও তাদের রুটি রোজগারের পথ ছিল সাংসারিক কাজে ব্যবহৃত টিন ও এ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন তৈজসপত্রের ফুটো মেরামত করা।

কিন্তু এখন নতুন নতুন উপকরণে তৈরি আধুনিক ডিজাইনের তৈজসপত্রের ব্যবহারে ধরাশায়ী করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের ঠাটারিদের। ফলে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে ঠাটারিদের।

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুমাইটারি বটতলা গ্রামে বাস করত দুটি পরিবার। সেই পরিবারের দুই ভাই সুরুজ্জামাল ও মোজা। এখনো আঁকড়ে ধরে আছেন বাপ-দাদার সেই আদি পেশা।

জানা গেছে, পরিবারের ঠাট বজায় রাখার বিভিন্ন তৈজসপত্র মেরামত করেন বলে এদের ঠাটারি বলা হয়। আশির দশকের দিকেও প্রাচীন উপকরণ মাটি দিয়ে তৈরি থালার ব্যবহার দেখা যেত গ্রামগঞ্জে। পাশাপাশি অবস্থা সম্পন্ন পরিবারগুলোতে দেখা যেত টিন, কাঁসা, পিতল ও চীনা মাটির থালার ব্যবহার। তা ছাড়া বিভিন্ন কাজে ব্যবহৃত হতো এ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল, জগ, বদনা, কেটলি, টিনের বালতি ও মুড়ি রাখার টিন।

ব্যবহৃত এসব তৈজসপত্র নানা কারণে হয়ে যেত ফুটো কিংবা হাতল ভাঙা। হাঁড়ি-পাতিলের ভেঙে যেত ওপরের কান্টা। এসব সারাতে কালো চামড়ার তৈরি হাপর, পিচ এবং ভাঙা টিন ও সিলভারের টুকরা কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে হাঁক ছাড়তেন ঠাটারিরা। তাদের ডাক শুনে বাড়ি থেকে বের হতেন গৃহিণীরা। মেরামত করে নিতেন ভেঙে যাওয়া সব জিনিসপত্র।

কিন্তু সময়ের পরিক্রমায় ছন্দপতন ঘটে ঠাটারিদের জীবন-জীবিকায়। তিন যুগ আগেও যেখানে কদর ছিল ঠাটারিদের। সেখানে আধুনিকতার কাছে এখন ধরাশায়ী হয়েছেন তারা। টান পড়েছে তাদের জীবিকায়।

৫০ বছর ধরে ঠাটারির কাজ করা সুরুজ্জামাল বলেন, এখন আর সেই রকম আয় নেই। এখন আর কেউ এগুলো ভালো করে না। গ্রামে গ্রামে ঘুরেও আয় হয় এক থেকে দেড়শো টাকা। হাটে আসলেও কাজ না থাকায় বসে থাকতে হয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ছেড়ে দিতে হবে বাপ-দাদার এ পেশা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র রায় কালবেলাকে বলেন, যদি এ পেশা ছেড়ে কেউ অন্য পেশায় যেতে চায় তাহলে আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১০

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১১

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১২

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৩

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৪

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৫

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৭

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৮

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৯

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

২০
X