এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিকতার কাছে ধরাশায়ী ‘ঠাটারি’ পেশা

পাতিল মেরামতের কাজ করছেন সুরুজ্জামাল। ছবি : কালবেলা
পাতিল মেরামতের কাজ করছেন সুরুজ্জামাল। ছবি : কালবেলা

বংশ পরম্পরায় বিভিন্ন তৈজসপত্রের ফুটো মেরামত করা ঠাটারিদের (তৈজসপত্র মেরামতকারী) পেশা। দাদার পর বাবা, আবার বাবার পর ছেলেরাও পেশা হিসেবে বেছে নিয়েছেন। কয়েক দশক আগেও তাদের রুটি রোজগারের পথ ছিল সাংসারিক কাজে ব্যবহৃত টিন ও এ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন তৈজসপত্রের ফুটো মেরামত করা।

কিন্তু এখন নতুন নতুন উপকরণে তৈরি আধুনিক ডিজাইনের তৈজসপত্রের ব্যবহারে ধরাশায়ী করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের ঠাটারিদের। ফলে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে ঠাটারিদের।

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুমাইটারি বটতলা গ্রামে বাস করত দুটি পরিবার। সেই পরিবারের দুই ভাই সুরুজ্জামাল ও মোজা। এখনো আঁকড়ে ধরে আছেন বাপ-দাদার সেই আদি পেশা।

জানা গেছে, পরিবারের ঠাট বজায় রাখার বিভিন্ন তৈজসপত্র মেরামত করেন বলে এদের ঠাটারি বলা হয়। আশির দশকের দিকেও প্রাচীন উপকরণ মাটি দিয়ে তৈরি থালার ব্যবহার দেখা যেত গ্রামগঞ্জে। পাশাপাশি অবস্থা সম্পন্ন পরিবারগুলোতে দেখা যেত টিন, কাঁসা, পিতল ও চীনা মাটির থালার ব্যবহার। তা ছাড়া বিভিন্ন কাজে ব্যবহৃত হতো এ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল, জগ, বদনা, কেটলি, টিনের বালতি ও মুড়ি রাখার টিন।

ব্যবহৃত এসব তৈজসপত্র নানা কারণে হয়ে যেত ফুটো কিংবা হাতল ভাঙা। হাঁড়ি-পাতিলের ভেঙে যেত ওপরের কান্টা। এসব সারাতে কালো চামড়ার তৈরি হাপর, পিচ এবং ভাঙা টিন ও সিলভারের টুকরা কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে হাঁক ছাড়তেন ঠাটারিরা। তাদের ডাক শুনে বাড়ি থেকে বের হতেন গৃহিণীরা। মেরামত করে নিতেন ভেঙে যাওয়া সব জিনিসপত্র।

কিন্তু সময়ের পরিক্রমায় ছন্দপতন ঘটে ঠাটারিদের জীবন-জীবিকায়। তিন যুগ আগেও যেখানে কদর ছিল ঠাটারিদের। সেখানে আধুনিকতার কাছে এখন ধরাশায়ী হয়েছেন তারা। টান পড়েছে তাদের জীবিকায়।

৫০ বছর ধরে ঠাটারির কাজ করা সুরুজ্জামাল বলেন, এখন আর সেই রকম আয় নেই। এখন আর কেউ এগুলো ভালো করে না। গ্রামে গ্রামে ঘুরেও আয় হয় এক থেকে দেড়শো টাকা। হাটে আসলেও কাজ না থাকায় বসে থাকতে হয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ছেড়ে দিতে হবে বাপ-দাদার এ পেশা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র রায় কালবেলাকে বলেন, যদি এ পেশা ছেড়ে কেউ অন্য পেশায় যেতে চায় তাহলে আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

মাইকিং করে ডেকে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

বিএনপির আরও ৩৬ প্রার্থীর কে কোন আসনে

চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না : শিবির সভাপতি

আড়ংয়ে শুরু হচ্ছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’, চলবে ডিসেম্বর পর্যন্ত

আকরামের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন স্টার্ক

আগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও 

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

১০

হামজা ও মিরাজের সঙ্গে এক স্বর্ণালী সন্ধ্যায়

১১

সন্তানহারা মা কুকুর পেল নতুন ৪ ছানা, আদর-যত্নে কাটছে সময় 

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৩

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় ২ দেশ

১৪

‎জবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

১৫

ডিএমপির ৫০ থানার ওসি বদল

১৬

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

১৭

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৮

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

১৯

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

২০
X