বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

বিপুল পরিমাণ টাকা ও ১ কেজি স্বর্ণসহ গণপূর্তের প্রকৌশলী আটক

আটক প্রকৌশলী হারুন অর রশিদ ও উদ্ধার করা টাকা এবং স্বর্ণ। ছবি : সংগৃহীত
আটক প্রকৌশলী হারুন অর রশিদ ও উদ্ধার করা টাকা এবং স্বর্ণ। ছবি : সংগৃহীত

বরিশালে বিপুল পরিমাণ স্বর্ণ, ডলার ও কোটি কোটি টাকার সম্পদের নথিপত্রসহ পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে একটি গাড়িসহ আটক করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাসদস্যরা তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান।

হারুন অর রশিদ কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা।

সিএন্ডবি রোডের সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রায়হান বলেন, ট্রাফিক ব্যবস্থাপানার দায়িত্বকালে বিলাসবহুল গাড়িটি থামানো হয়। গাড়িটি তল্লাশি করা হলে গাড়িতে থাকা ব্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার দেখতে পাই। পরে সেটি আটক রেখে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হলে তাকে ধরে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

সেনাবাহিনীর সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেট আন্ডার অফিসার সুজন হোসেন বলেন, আটক পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের কাছে ১২ লাখ টাকা মূল্যের ইউএস ডলার এবং নগদ ২৭ লাখ টাকা এবং প্রায় ১ কেজি স্বর্ণ পাওয়া গেছে। এ ছাড়া বেশ কিছু ব্লাংক চেক ও প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পদের কাগজপত্র পাওয়া গেছে। প্রশাসনের কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

গাড়িচালক আলতাফ হোসেন বলেন, বিকেল ৩টায় হারুন অর রশিদকে পটুয়াখালী সরকারি বাসভবন থেকে নিয়ে আসি। বরিশাল নগরীর সিএন্ডবি রোডের চৌমাথায় আসলে শিক্ষার্থীর আটকে দেয়। গাড়িটি ভাড়ায়চালিত একটি প্রাইভেটকার। তাকে কুষ্টিয়া সদরের কুষ্টিয়া আবাসিক এলাকার বাসায় পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও তাকে কয়েকবার কুষ্টিয়ায় নিয়ে গেছি।

গাড়িতে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ব্যাগে যে টাকা রয়েছে তা আমার বৈধ উপায়ে উপার্জিত। বাবা-মা অসুস্থ। তাদের চিকিৎসা করানোর জন্য ওই অর্থ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর জামান পলিনসহ শিক্ষার্থীরা টাকাভর্তি গাড়ি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসে। উদ্ধারকৃত টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিক্ষার্থীরা গণনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

‘উসকানিমূলক পোস্ট ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা’

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

 ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’

গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

রিজার্ভ আরও বাড়ল

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

১০

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

১১

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

১২

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

১৩

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

১৪

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

১৫

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

১৬

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

১৭

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

১৮

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

১৯

নাগরিক নিরাপত্তা অধিকার হুমকির মুখে, আসকের বিবৃতি

২০
X