সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ হাজারেরও অধিক নেতাকর্মীর মিছিল নিয়ে যোগদান করেন।
আরও পড়ুন : এবার নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপের মারামারি
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশ বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন তিনি।
এদিকে বিএনপির মহাসমাবেশকে সফল করতে সকাল থেকেই আড়াইহাজার উপজেলা বিএনপি, আড়াইহাজার পৌরসভা বিএনপি, গোপালদী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও সুসজ্জিত হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নটর ডেম কলেজের আশপাশে এসে জড়ো হতে থাকে।
আরও পড়ুন : এবার আ. লীগের নতুন কর্মসূচি ঘোষণা
দুপুর ১টার দিকে বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে।
মন্তব্য করুন