পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে ঝড় ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এতে এফবি জোবায়ের ট্রলারের রবিউল নামে ১ জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারডুবির ঘটনার পর সাগরে ভাসমান অবস্থায় এ সময় কাছাকাছি থাকা অন্য আরেকটি ট্রলার থেকে ২৮ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও রবিউল ইসলাম নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামে। এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলার, জালসহ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।
মহিপুর গাজী ফিসের স্বত্বাধীকারী মজনু গাজী কালবেলাকে জানায়, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর রশির মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ত থেকে সমুদ্রে মাছ ধরার জন্য ছেড়ে যায়, শুক্রবার দুপুরের পরে হঠাৎ পচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে মহিপুরে আনে, কিন্তু ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।
রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামের এফ ভি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা জানান, ট্রলারডুবিতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানায়, সমবায় সমিতির দুটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে, ট্রলার দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার প্রক্রিয়া চলছে।
তবে ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলে উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন