রাবি প্রতিনিধি:
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৩৬ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী আ.লীগের ‘ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার’ প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজশাহীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা 'ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার' বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানানো হয়।

র আগে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি নগরের তালাইমারি মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে ফের মিছিল নিয়ে কাজলা গেটে মিছিল দিকে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে', 'স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই' প্রভৃতি স্লোগান উচ্চারণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, 'আমরা শুনেছি, আওয়ামী লীগ নাকি শক্তিশালী হয়ে ফিরে আসবে কিন্তু তারা মন্দিরে হামলাকারী, চোর ও ষড়যন্ত্রকারী হয়ে ফিরে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই হাত, বাংলার হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত। আপনি তিনবার গণহত্যাকারী। আপনি পিলখানা, শাপলা চত্বর ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা করেছেন। বাংলার জনগণ আপনাকে ক্ষমা করবে না। যতোদিন পর্যন্ত এ খুনী হাসিনার ফাঁসি এ বাংলার মাটিতে না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ ত্যাগ করবে না।'

আওয়ামী লীগকে হুশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, 'বিজয় অর্জনের পরও পরাজিত শক্তি বসে নেই। তাঁরা ভারত থেকে কলকাঠি নাড়ছে। দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে আর বাংলাদেশকে অস্থিতিশীল করা চলবে না। বাংলাদেশের আপামর ছাত্র জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তাঁরা এই বিজয়কে রক্ষা করতেও জানে। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো দমে যায়নি। আমাদের ঘোষণা, আমরা দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত করেই ছাড়বো।'

সমাবেশে রাজশাহীতে ছাত্র আন্দোলনে নিহত তিন ব্যক্তির নামে তিনটি জায়গার নামকরণ করেন শিক্ষার্থীরা। নগরের আলুপট্টী মোড়কে 'শহীদ আলী রায়হান চত্বর', সাগরপাড়া মোড়কে 'শহীদ শাকিল চত্বর', ভদ্রা মোড়কে 'শহীদ সাকিব আনজুম চত্বর' এবং বিজয়ের স্মৃতি হিসেবে তালাইমারি মোড়কে 'বিজয় চব্বিশ চত্বর' ঘোষণা কর হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X