আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মানবাধিকারকর্মী ও সাংবাদিক বিপ্লব পার্থকে।
রোববার (১১ আগস্ট) সংগঠনের প্রধান কার্যালয় ডেনমার্ক থেকে আইএইচআরসি জেনারেল সেক্রেটারি আইনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ দেওয়া হয়।
বিপ্লব পার্থ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪-এ কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি ডেনমার্ক থেকে পরিচালিত একটি ইংরেজি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বিপ্লব পার্থ জি-২০ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রাম কাভারেজ করেছেন। এ ছাড়া বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায়, বাকস্বাধীনতার অধিকার আদায় এবং মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই, শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ ও অর্থনির্ভর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিভিন্ন প্রজেক্ট রয়েছে তার। তিনি নেপালে যুব সম্মেলন, ভারতে ইয়ুথ ডেলিগেশন এবং থাইল্যান্ডে আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বব্যাপী আওয়াজ তোলেন তিনি।
মন্তব্য করুন