শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য, শিক্ষক বরখাস্ত

শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেলকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেলকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া স্কুলছাত্রী, তাদের মা, দাদি ও নানিকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেলকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৮ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে বরখাস্ত করা হয়।

শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেল নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের কাজী বাড়ির সামছুজ্জামানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নকলা পৌরশহরের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক আপেল। ওই সময় তিনি ক্লাসে উপস্থিত আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শিক্ষকের এমন মন্তব্যে উত্তেজনায় দেখা দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে।

রোববার ক্লাস বর্জন করে শিক্ষক আপেলের বহিষ্কারের দাবিতে বিদ্যালয় মাঠে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক আব্দুর রব বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, ভুক্তভোগী ছাত্রীর বাবা ও উপজেলার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে জরুরি সভায় বসেন। খবর পেয়ে সেখানে হাজির হন সেনাবাহিনী। হাজির করা হয় শিক্ষক আপেলকে। সভায় আপেল তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

কিন্তু স্কুলছাত্রীর বাবা ও শিক্ষার্থীরা শিক্ষক আপেলকে বহিষ্কারের দাবিতে অনড় থাকেন। পরে সোমবার (১৯ আগস্ট) সমাধানের আশ্বাস দেন প্রধান শিক্ষক আব্দুর রব। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত না মেনে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পরে প্রধান শিক্ষক আব্দুর রব শিক্ষক আপেলকে সাময়িক বরখাস্ত করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, শিক্ষক আপেল অশালীন আচরণ করে আমার মেয়েকে যেভাবে হেনস্তা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি শিক্ষক আপেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থী রাইয়্যান আল মাহাদী বলেন, একজন নারী শিক্ষার্থীর প্রতি শিক্ষক আপেলের এমন আচরণ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা তার স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক চাই।

নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব কালবেলাকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে কথা বলে অভিযুক্ত সহকারী শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেলকে আগামী ৭ দিনের মধ্যে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৫৬

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ব হিন্দু ফেডারেশনের সম্প্রীতির বার্তা

সৌদি রাষ্ট্রদূতকে আমি রিজেক্ট করেছি, উপহার ফেরত দিয়েছি : মেঘনা 

আ.লীগ ছাড়লেন ৫ নেতা

১০

দুর্গাপূজার ছুটিতেও সচল থাকবে শুল্ক স্টেশন

১১

খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

১২

বাংলাদেশে আসছেন বিশ্বের প্রভাবশালী ৬ আলেম, কবে-কোথায় জেনে নিন

১৩

বৈষম্যবিরোধী আন্দোলন / ৫৫ মামলার চার্জশিট, ১৩৬ জনকে দায়মুক্তি 

১৪

দেশে অরাজক পরিস্থিতির পাঁয়তারা চলছে : রিজভী 

১৫

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

১৬

যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানের বারান্দা

১৭

নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

১৮

পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবার

১৯

আদালতে অঝোরে কাঁদলেন মেঘনা আলম

২০
X