লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে থামছে না বৃষ্টি, বেড়েই চলছে বন্যার পানি

লক্ষ্মীপুরে বেড়েই চলেছে বন্যার পানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বেড়েই চলেছে বন্যার পানি। ছবি : কালবেলা

বেড়েই চলছে বন্যার পানি। তারপর আবার অনবরত বৃষ্টি। এ পরিস্থিতিতে গৃহস্থালী, আসবাব, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ পরিবার পরিজন নিয়ে চরম সংকট ও ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী।

নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকে পড়ায় এ জেলার বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে। দিন-রাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই অবনতি হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছে।

রোববার (২৫ আগস্ট) রাত পর্যন্ত কোথাও বন্যার পানি কমেনি। পুরো জেলায় বৃষ্টিও অব্যাহত ছিল। পানি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দত্তপাড়া ইউনিয়নের করইতলা এলাকার বাসিন্দারা জানান, গত ৭ দিন ধরে তাদের বাড়িঘরে বৃষ্টির পানি জমে ছিল। ওই পানি না নামতেই গত ৩ দিন ধরে হঠাৎ করে আবার পানি বাড়তে থাকে। শনিবার সারাদিন বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হয়। এখন প্রতিটি বাড়ি ৩-৪ ফুট পানিতে তলিয়ে আছে। ঘর-বাড়িতে থাকার কোনো সুযোগ নেই। যাদের ঘরের ভিটা উঁচু তারাই শুধু বাড়িঘরে আছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (২৩ আগস্ট) থেকে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করে। শনিবার (২৪ আগস্ট) বিকেল থেকে পানির চাপ বেড়ে যায়। এরমধ্যে শনিবার রাত থেকে লক্ষ্মীপুরে বৃষ্টি শুরু হয়। এতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, উত্তর জয়পুর, বাঙ্গাখাঁ, মান্দারী, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন, শাকচর ও চররুহিতা ইউনিয়ন প্লাবিত হয়।

এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৪-৫ ফুট পানিতে কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। একইসঙ্গে লক্ষ্মীপুর জেলা শহর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালসহ ওয়াপদা খালগুলোতে পানি উপচে পড়ছে। এতে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী, মধ্য বাঞ্চানগর, শিশু পার্ক এলাকা ও লাহারকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দি হয়ে আছে। এসব এলাকার ১২ হাজার ৭৫০ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আসা পানিতে নোয়াখালী ও ফেনীতে যখন বন্যা তখন লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়ে মানুষ। এ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রামগতি ও কমলনগর উপজেলার পূর্বাঞ্চলের বহু মানুষ প্রায় ১ মাস জুড়ে পানিবন্দি হয়ে রয়েছেন। সদর, রায়পুর, রামগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছিল মানুষ। সবশেষ গত শুক্রবার নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকে পড়ে।

রহমতখালী খাল হয়ে মেঘনা নদীতে যেন বানের পানি নেমে যেতে পারে সেজন্য মজুচৌধুরীর হাটের দুটি স্লুইসগেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। এরপরও কোথাও যেন পানি কমছে না। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ৫টি উপজেলায় ৭ লাখ ৪৭ হাজার ৪২০ জন মানুষ পানিবন্দি রয়েছেন। এতে ক্ষতিগ্রস্তদের জন্য ১৫৫ টন জিআর চাল ও ১০ লাখ নগদ টাকা (জিআর ক্যাশ) বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া পৃথক দুটি চিঠিতে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেন। বরাদ্দকৃত চালের মধ্যে জলার সদর উপজেলায় ৩০ টন, রায়পুরে ২৫ টন, রামগঞ্জে ৫০ টন, রামগতিতে ২০ টন ও কমলনগরে ৩০ টন রয়েছে। বরাদ্দকৃত টাকার মধ্যে প্রত্যেক উপজেলার জন্য দুই লাখ টাকা করে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে। এজন্য পানি বেড়ে গেছে। প্রায় সাড়ে ১২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকে শুকনো খাবার বিতরণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৫ কৌশলে শেখার গতি বাড়বে, মনোযোগও থাকবে বেশি

মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস

তিন শতাধিক মৃত্যু / পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

আয় বাড়াবেন কীভাবে

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

খেজুর দিয়ে বানানো বিশেষ এই খাবার সম্পর্কে কী জানেন?

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

মাথাব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

১২

নিজেই আক্রান্ত হাসপাতাল

১৩

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

১৪

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

১৫

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

১৬

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

১৭

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

১৮

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

১৯

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

২০
X