মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর ও ধলিয়া গ্রামে মনু নদীর প্রতিরক্ষা বেলরতল বাঁধটি স্বেচ্ছায় সংস্কার কাজ করছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন। আর এ কাজের জন্য স্বেচ্ছায় এক লাখ টাকা দিয়ে সহযোগিতা করেন স্থানীয় সমাজসেবক ডা. মনিরুল ইসলাম সোহাগ।
গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানির কারণে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর, মিয়ারপাড়া ও চকসালন গ্রামে নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিলে পুরো টিলাগাঁও ইউনিয়নের প্রায় ৩৫টিরও বেশি গ্রাম পানির নিচে তলিয়ে যায়।
তাৎক্ষণিক গত মঙ্গলবার রাত দেড়টায় স্থানীয় এলাকার যুবক ইয়াসিন আলী, ফয়জুল হকসহ কয়েকজন ব্যক্তি দ্রুত বাঁধে এসে বালুর বস্তা দিয়ে বাঁধটির সুড়ঙ্গ বন্ধ করার চেষ্টা করেন। পরে সাবেক ইউপি সদস্য মো. আব্বাছ আলী, উম্মর আলী, জুম্মা আহমদসহ আরও অনেকেই ঝুঁকিপূর্ণ এই বাঁধকে রক্ষা করতে কাজ করেছেন।
সরেজমিন দেখা যায়, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের জন্য স্বেচ্ছায় স্থানীয় লোকজন বস্তা ও মাটি দিয়ে বাঁধ সংস্কার কাজ করছেন। বিশেষ করে স্থানীয় এলাকাবাসী, স্টুডেন্ট সোসাইটি।
সাবেক ইউপি সদস্য আব্বাছ আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ আগস্ট রাত থেকে আমরা এলাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি এবং এই ভয়াবহ বন্যা থেকে এখন পর্যন্ত রক্ষা পেয়েছি। ব্লক ও বস্তার প্রয়োজন। তাই আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি।
মন্তব্য করুন