

নাটোরের বড়াইগ্রামে মিজানুর রহমান নামে এক র্যাব সদস্যের বিরুদ্ধে বাদশা মিয়া নামে এক প্রতিবন্দ্বীর জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) উপজেলার আহম্মেদপুর গ্রামে বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এর আগে প্রতিকার চেয়ে ইউএনও, বড়াইগ্রাম থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন বাদশা মিয়া। বাদশা মিয়া উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের রাজা এ সালামের ছেলে। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে র্যাবে কর্মরত রয়েছেন।
লিখিত বক্তব্যে বাদশা মিয়া বলেন, আমার দাদার কেনা জমি ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। মিজানুর সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। আমি পুলিশ ও র্যাব হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ করি। কিন্তু পুলিশি ও রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ করেও কোনো ফল পাইনি। আমার প্রতিপক্ষ পুলিশ সদস্য হওয়ায় এলাকার যে কেউ আমার পক্ষে কথা বললে তাকে হুমকি দেয়। সাংবাদিকরা নিউজ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি আমাকেও র্যাব দিয়ে ক্রসফায়ার দেওয়া, মিথ্যা মামলাসহ নানাভাবে হুমকি দেয়। আমি এসব বিষয়ে থানায় জিডি করেছি। এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আমার কেনা জমিতে বাড়ি করেছি। কোনো অনিয়ম করা হয়নি।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন