বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ববির শিক্ষার্থীরা বাসে করে এসে হামলা করেছে, দাবি বিএম কলেজের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চাঁদা দাবি ও আদায়কে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে করে এসে হামলা করেছেন বলে দাবি করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন তারা ঘটনার ব্যাখ্যাসহ ৭টি দাবি তুলে ধরেছেন।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। এদিকে অতর্কিত হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বেলা ১১টায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী আহত হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএম কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন ও বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আকবর মোবিন।

তারা বলেন, গত শুক্রবার বরিশালের একজন গরিব বাসচালকের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সেই চালককে জিম্মি করে সেদিনই ৪০ হাজার টাকা নেন চাঁদাবাজরা। গত মঙ্গলবার রাতে আরও ২০ হাজার টাকা আদায়কালে দুজন চাঁদাবাজ বটতলা এলাকায় এলাকাবাসীর হাতে আটক হন। এলাকাবাসীর অনুরোধে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে চাঁদাবাজদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে জানা যায়, চাঁদাবাজ দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাসে করে একদল শিক্ষার্থী এসে বটতলায় সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। বরিশালের সাধারণ শিক্ষার্থীরা জানমাল রক্ষার্থে জনসাধারণকে সঙ্গে নিয়ে এটা প্রতিরোধ করেন।

সংবাদ সম্মেলনে বিএম কলেজের শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো হামলাকারীদের সুষ্ঠু বিচার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করতে হবে, বিএম কলেজসহ সব সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা ও হয়রানি না করা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শহরে অরাজকতা তৈরি করতে না পারে তার ব্যবস্থা করা, ভাঙচুরের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া, আইনের আওতায় আনা ও ভবিষ্যতে এম হামলা হলে এর দায়ভার বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিতে হবে।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক মো. মুহসিন উদ্দীন, ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে একটি জরুরি সভা করেছেন। সভায় আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিএম কলেজ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এর একটি শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এদিকে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক কলেজের শিক্ষার্থীদের ওপর অতর্কিতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন। এতে সব শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, তারা যেন শান্ত এবং সচেতন থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সহযোগিতা করে।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের দেড়শতাধিক আহত হয়েছেন। দুই পরিবারের বাড়ির মালিকানা সংক্রান্ত বিরোধের সূত্রপাতে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১০

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১১

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১২

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৩

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৪

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৫

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৬

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৭

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৮

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

২০
X