বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ববির শিক্ষার্থীরা বাসে করে এসে হামলা করেছে, দাবি বিএম কলেজের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চাঁদা দাবি ও আদায়কে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে করে এসে হামলা করেছেন বলে দাবি করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন তারা ঘটনার ব্যাখ্যাসহ ৭টি দাবি তুলে ধরেছেন।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। এদিকে অতর্কিত হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বেলা ১১টায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন শিক্ষার্থী আহত হন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএম কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন ও বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আকবর মোবিন।

তারা বলেন, গত শুক্রবার বরিশালের একজন গরিব বাসচালকের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সেই চালককে জিম্মি করে সেদিনই ৪০ হাজার টাকা নেন চাঁদাবাজরা। গত মঙ্গলবার রাতে আরও ২০ হাজার টাকা আদায়কালে দুজন চাঁদাবাজ বটতলা এলাকায় এলাকাবাসীর হাতে আটক হন। এলাকাবাসীর অনুরোধে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে চাঁদাবাজদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে জানা যায়, চাঁদাবাজ দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাসে করে একদল শিক্ষার্থী এসে বটতলায় সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। বরিশালের সাধারণ শিক্ষার্থীরা জানমাল রক্ষার্থে জনসাধারণকে সঙ্গে নিয়ে এটা প্রতিরোধ করেন।

সংবাদ সম্মেলনে বিএম কলেজের শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো হামলাকারীদের সুষ্ঠু বিচার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করতে হবে, বিএম কলেজসহ সব সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা ও হয়রানি না করা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শহরে অরাজকতা তৈরি করতে না পারে তার ব্যবস্থা করা, ভাঙচুরের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া, আইনের আওতায় আনা ও ভবিষ্যতে এম হামলা হলে এর দায়ভার বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিতে হবে।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক মো. মুহসিন উদ্দীন, ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে একটি জরুরি সভা করেছেন। সভায় আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিএম কলেজ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এর একটি শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এদিকে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক কলেজের শিক্ষার্থীদের ওপর অতর্কিতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন। এতে সব শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, তারা যেন শান্ত এবং সচেতন থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সহযোগিতা করে।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের দেড়শতাধিক আহত হয়েছেন। দুই পরিবারের বাড়ির মালিকানা সংক্রান্ত বিরোধের সূত্রপাতে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X