যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নামে চাঁদাবাজি করেন তারা

চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা
চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা

যশোরের চাঁচড়ায় প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। বাজার এলাকার স্থায়ী ও অস্থায়ী ৭০টি অধিক দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়।

রাজনৈতিক পট-পরিবর্তনের আগে ওয়ার্ড কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমনের (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে এ চাঁদা আদায় করত। ছাত্র আন্দোলনের পর কিছু দিন চাঁদা নেওয়া বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে গোষ্ঠীটি।

এদিকে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনের নেমেছে ব্যবসায়ীরা। এ সময় কালেক্টরেট চত্বরে (ডিসি অফিস) বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চাঁচড়া কাঁচাবাজার ব্যবসায়ী ও দোকনদারা।

বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে মোহাম্মদ হানিফ নামে একজন এ টোল আদায়ের নামে আমাদের কাছে চাঁদা নেন। স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এ বিষয়ে আমারা চাঁদার রশিদ চাইলে তারা রশিদ দিতে অপারগতা প্রকাশ করেন।

নূর ইসলাম বাবু নামে এক ব্যবসায়ী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ হাজার টাকা দিয়ে পজিশন ভাড়া নিতে হয়েছে। প্রতি মাসে আমাকে ঘর ভাড়া বাবদ ৯ হাজার টাকা দিতে হয়। ব্যবসা করা জন্য ট্রেড লাইন্সেসও রয়েছে। তবুও আমাকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়।

তিনি আরও বলেন, কোনো সমস্যার কারণে দোকান বন্ধ থাকলেও প্রতিদিনের এ ১০০ টাকা করে দিতেই হবে। দিতে না চাইলে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে থাকে এ গোষ্ঠী।

৬নং ওয়ার্ডের কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দানকারী মোহাম্মদ হানিফ বলেন, ইজারাদার খলিলুর রহমানের হয়ে টোল আদায় করি। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। কাউকে হয়রানি ও নির্যাতন করা হয় না বলে তিনি দাবি করেন। তবে হাজি সুমনের লোক কি না জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন যুবলীগ নেতা আলমগীর কবির সুমন। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ইজারাদার খলিলুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ব্যবসায়ীদের তাৎক্ষণিক চাঁদা বন্ধের বিষয়ে আশ্বাস দেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব ধরনের কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে আটকে দিচ্ছে পেন্টাগন

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

১০

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১১

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১২

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

১৩

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

১৪

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

১৫

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৬

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

১৭

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১৮

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১৯

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

২০
X