যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নামে চাঁদাবাজি করেন তারা

চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা
চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা

যশোরের চাঁচড়ায় প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। বাজার এলাকার স্থায়ী ও অস্থায়ী ৭০টি অধিক দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়।

রাজনৈতিক পট-পরিবর্তনের আগে ওয়ার্ড কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমনের (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে এ চাঁদা আদায় করত। ছাত্র আন্দোলনের পর কিছু দিন চাঁদা নেওয়া বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে গোষ্ঠীটি।

এদিকে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনের নেমেছে ব্যবসায়ীরা। এ সময় কালেক্টরেট চত্বরে (ডিসি অফিস) বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চাঁচড়া কাঁচাবাজার ব্যবসায়ী ও দোকনদারা।

বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে মোহাম্মদ হানিফ নামে একজন এ টোল আদায়ের নামে আমাদের কাছে চাঁদা নেন। স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এ বিষয়ে আমারা চাঁদার রশিদ চাইলে তারা রশিদ দিতে অপারগতা প্রকাশ করেন।

নূর ইসলাম বাবু নামে এক ব্যবসায়ী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ হাজার টাকা দিয়ে পজিশন ভাড়া নিতে হয়েছে। প্রতি মাসে আমাকে ঘর ভাড়া বাবদ ৯ হাজার টাকা দিতে হয়। ব্যবসা করা জন্য ট্রেড লাইন্সেসও রয়েছে। তবুও আমাকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়।

তিনি আরও বলেন, কোনো সমস্যার কারণে দোকান বন্ধ থাকলেও প্রতিদিনের এ ১০০ টাকা করে দিতেই হবে। দিতে না চাইলে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে থাকে এ গোষ্ঠী।

৬নং ওয়ার্ডের কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দানকারী মোহাম্মদ হানিফ বলেন, ইজারাদার খলিলুর রহমানের হয়ে টোল আদায় করি। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। কাউকে হয়রানি ও নির্যাতন করা হয় না বলে তিনি দাবি করেন। তবে হাজি সুমনের লোক কি না জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন যুবলীগ নেতা আলমগীর কবির সুমন। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ইজারাদার খলিলুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ব্যবসায়ীদের তাৎক্ষণিক চাঁদা বন্ধের বিষয়ে আশ্বাস দেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব ধরনের কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১০

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১১

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১২

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৩

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৪

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৫

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১৬

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

১৭

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

১৮

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৯

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

২০
X