যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নামে চাঁদাবাজি করেন তারা

চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা
চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করছে। ছবি : কালবেলা

যশোরের চাঁচড়ায় প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। বাজার এলাকার স্থায়ী ও অস্থায়ী ৭০টি অধিক দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়।

রাজনৈতিক পট-পরিবর্তনের আগে ওয়ার্ড কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমনের (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে এ চাঁদা আদায় করত। ছাত্র আন্দোলনের পর কিছু দিন চাঁদা নেওয়া বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে গোষ্ঠীটি।

এদিকে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনের নেমেছে ব্যবসায়ীরা। এ সময় কালেক্টরেট চত্বরে (ডিসি অফিস) বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন চাঁচড়া কাঁচাবাজার ব্যবসায়ী ও দোকনদারা।

বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দিয়ে মোহাম্মদ হানিফ নামে একজন এ টোল আদায়ের নামে আমাদের কাছে চাঁদা নেন। স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে প্রতিদিন ৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এ বিষয়ে আমারা চাঁদার রশিদ চাইলে তারা রশিদ দিতে অপারগতা প্রকাশ করেন।

নূর ইসলাম বাবু নামে এক ব্যবসায়ী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ হাজার টাকা দিয়ে পজিশন ভাড়া নিতে হয়েছে। প্রতি মাসে আমাকে ঘর ভাড়া বাবদ ৯ হাজার টাকা দিতে হয়। ব্যবসা করা জন্য ট্রেড লাইন্সেসও রয়েছে। তবুও আমাকে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়।

তিনি আরও বলেন, কোনো সমস্যার কারণে দোকান বন্ধ থাকলেও প্রতিদিনের এ ১০০ টাকা করে দিতেই হবে। দিতে না চাইলে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে থাকে এ গোষ্ঠী।

৬নং ওয়ার্ডের কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির সুমন (হাজি সুমন) লোক পরিচয় দানকারী মোহাম্মদ হানিফ বলেন, ইজারাদার খলিলুর রহমানের হয়ে টোল আদায় করি। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। কাউকে হয়রানি ও নির্যাতন করা হয় না বলে তিনি দাবি করেন। তবে হাজি সুমনের লোক কি না জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন যুবলীগ নেতা আলমগীর কবির সুমন। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ইজারাদার খলিলুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ব্যবসায়ীদের তাৎক্ষণিক চাঁদা বন্ধের বিষয়ে আশ্বাস দেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব ধরনের কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

১০

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১১

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১৫

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১৭

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১৮

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৯

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

২০
X