বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন : হাওরে গ্রেপ্তার বুয়েটের ৩১ শিক্ষার্থী শিবিরের সদস্য : পুলিশ
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে কলারোয়া উপজেলা মোড়ে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের পুত্র ও সাবেক এমপি হাবিবের ভাইপো সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন (৩৫), উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিদুর রহমান সবুজ (৩২), পৌরসভাধীন ঝিকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীমুর রহমান দোয়েল (৩৫), গোপিনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি জিএম তিতুমীর (২৮), মুরারীকাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২৫), সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মাঠপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসান (৩০) ও ঝাউডাঙ্গা গোবিন্দকাটি গ্রামের মৃত আাজিজুল হকের ছেলে ছাত্রদল নেতা ফরহাদ হোসেন (৩০)।
কলারোয়া থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন