ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে তরুণ ও যুবসমাজ 

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ করছেন স্থানীয় তরুণ ও যুবসমাজ। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ করছেন স্থানীয় তরুণ ও যুবসমাজ। ছবি : কালবেলা

গোমতী নদী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ভয়াবহ বন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। যার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কিছু সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগব্যবস্থা। স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত হওয়া এসব সড়ক সংস্কারের কাজে এগিয়ে এসেছেন স্থানীয় তরুণ ও যুবসমাজ।

শনিবার ( ৭ সেপ্টেম্বর ) সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে সড়ক সংস্কারের কাজে নেমে পড়েছেন তারা। তবে এ সংস্কার কাজ সম্পন্ন হতে আরও দুদিন লাগবে বলে জানান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়ধুশিয়া-শশীদল সড়ক ও গোপালনগর-ব্রাহ্মণপাড়া সড়কের কিছু কিছু অংশ ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের কিছু কিছু এলাকায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় তরুণ ও যুবসমাজের প্রতিনিধি দল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেন। পরে শনিবার সকাল থেকে এসব সড়কের সংস্কারকাজে তরুণ ও যুবসমাজ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন।

উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবী গাজী রুবেল বলেন, ভয়াবহ বন্যায় বড়ধুশিয়া থেকে নাগাইশ হয়ে শশীদল যাওয়ার সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো অংশের এতটাই ক্ষতি হয়েছে যে যানচলাচল বন্ধ রয়েছে। পরে আমরা স্থানীয় তরুণ ও যুবসমাজ মিলে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতে কাজ করছি। আশা করছি আগামী দুদিনের মধ্যে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। বড়ধুশিয়া-শশীদল সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কারকাজ সম্পন্ন হলে ১২টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সচল হবে।

উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার আরেক স্বেচ্ছাসেবী সজীব ভূইয়া বলেন, আকস্মিক বন্যায় গোপালনগর-ব্রাহ্মণপাড়া সড়কের গোপালনগর এলাকার সড়কের কিছু অংশ এবং এই এলাকার গ্রামীণ সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত স্থানগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কার করে যাতায়াত ব্যবস্থা সচল করতে আমরা তরুণ ও যুব সমাজ সড়ক মেরামতের কাজ করছি।

উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম কালবেলাকে বলেন, স্থানীয় তরুণ ও যুবসমাজের লোকজন স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করছেন। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে এভাবেই মিলেমিশে কাজ করা জরুরি। এ ছাড়া এ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সবগুলো সড়ক দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগলই মনে রাখবে আপনার পাসওয়ার্ড

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

হিন্দি ওটিটিতে দ্বৈত হানা

হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

সায়েন্স ল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

১০

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

১১

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

১২

ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

১৩

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

১৪

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১৫

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

১৬

ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

১৭

রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

১৮

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

১৯

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার 

২০
X