চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ কেনাবেচায় অনলাইনে প্রতারণা ঠেকাতে ৪১ পেজ শনাক্ত

চাঁদপুরের ইলিশ। ছবি : কালবেলা
চাঁদপুরের ইলিশ। ছবি : কালবেলা

অনলাইনে চাঁদপুরের ইলিশের স্বস্তা ও লোভনীয় দামের প্রতারণা ঠেকাতে ৪১টি স্থানীয় ফেসবুক পেজ শনাক্ত করেছে মৎস্য সমবায় সমিতি। যেগুলোর তথ্য প্রশাসনের কাছেও দেওয়া হয়েছে।

অনলাইনে মাছ কেনায় সতর্ক হতে এসব ফেসবুক পেজ থেকে ইলিশ ক্রয় কিংবা সশরীরে বড় স্টেশন ঘাটে গিয়ে দেখে ক্রেতা সাধারণকে ইলিশ মাছ কিনতে দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে গেলে এ তথ্য জানা যায়।

ক্রেতারা বলছেন, বর্তমানে চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে আগের মতো খুব বড় সাইজের ইলিশ জেলেরা নিয়ে আসে না। নদীতে খুব বেশি ইলিশও পায় না জেলেরা। তাই দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত খেটে খাওয়া ক্রেতাদের সাধ্যের মধ্যে নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র ফেসবুকে পেজ খুলে চাঁদপুরের ইলিশের স্বস্তা ও লোভনীয় দাম দেখায়। পরে কিছু টাকা অগ্রিম পাঠালে সেই পেজে দেওয়া নম্বরটি বন্ধ পাওয়া যায়। অনেকে আবার অনলাইনে লোভনীয় দাম দেখে ঘাটে এসে দেখেন পরিস্থিতি পুরো বিপরীত।

খুচরা ইলিশ বিক্রেতারা বলছেন, আমরা মনে করি ভালো ও টাটকা পদ্মা ও মেঘনার চাঁদপুরের ইলিশের দাম একটু বেশিই। যেগুলোর ১ কেজি ওজনের ইলিশ ১৮শ টাকা।

আড়তদাররা বলছেন, ফেসবুক পেজে ইলিশ বিক্রির অনলাইন প্রতারণা ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে। তবে আমাদের অবগত বা শনাক্ত করা পেজের বাইরে কেউ লেনদেন করলে তার দায়ভার আমাদের নয়।

প্রাপ্ত তথ্যে তালিকাভুক্ত চাঁদপুরের ইলিশ বিক্রির প্রতিষ্ঠান/ফেসবুক পেজগুলো হচ্ছে- মেসার্স খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রুপালি বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ.কম, চাঁদ মোহনা ফিস, ইলিশেগুঁড়ি, চাঁদপুর ইলিশ, সজিব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেশ মৎস্য ভান্ডার, তাজা ফিশ, রারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি অ্যান্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ি, ইলিশের বাড়ি চাঁদপুর, ঢালী মৎস্য আড়ৎ, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুরের রুপালি ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পণ্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড, তাজা ইলিশ ও ঐশি বাজার।

চাঁদপুর জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল বলেন, শনাক্ত করা ৪১টি ফেসবুক পেজের ব্যবসায়ীরা লেনদেন সম্পর্কিত কোনো ঝামেলা করলে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এর বাইরে কেউ ইলিশ না কিনে প্রয়োজনে সশরীরে মাছঘাটে এসে প্রকৃত চাঁদপুরের ইলিশ কিনতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

শাকসুতে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’, লড়বেন ১৭ প্রার্থী

পাহাড় কেটে পানের বরজ, অনুমতিতে লাগছে ১০ হাজার টাকা

চট্টগ্রামে ভোটের আগে মাঠে নামছেন বিচারকরা, ১৬ আসনে তদন্ত কমিটি গঠন

১০

যে কারণে বাতিল হলো নরেন্দ্র মোদি ও লিওনেল মেসির সাক্ষাৎ

১১

খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন : কায়কোবাদ

১২

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

১৩

এমপি প্রার্থীদের দেহরক্ষী নিয়োজিত থাকবেন যত দিন, যোগ্যতা কী

১৪

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

১৫

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

১৬

মাদকের টাকা নিয়ে বিরোধ, বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

১৭

এবার চবির জিরো পয়েন্টে তালা

১৮

তাসকিন-নাহিদদের বুমরা-আফ্রিদির কাতারেই দেখেন শোয়েব আখতার

১৯

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের সমালোচনা গোলাম পরওয়ারের

২০
X