নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ইয়ানুর মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়খাপন গ্রামের নিজ বাড়ির সামনে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ইয়ানুর ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ানুর মৃগী রোগে আক্রান্ত ছিল। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে ৪০০-৫০০ গজ দূরে একটি পরিত্যক্ত পুকুরে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়খাপন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন বিশ্বাস বলেন, ইয়ানুরকে বুধবার সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন