

কথা কাটাকাটি ও এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১২টি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির বাস আটক করে নায়েমের গলিতে নিয়ে আসেন।
কলেজের এক শিক্ষার্থীরা বলেন, গতকাল আমাদের কলেজের এক শিক্ষার্থী তার বাসায় যাওয়ার জন্য মেঘলা বাসে ওঠে। এক সময় বাসের এক যাত্রীর সঙ্গে হেলপারের ঝগড়া লাগে। তখন সে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যায়।
পরে হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দেয় যার ফলে দরজার সঙ্গে পা লেগে তার পা কেটে যায়। এ ঘটনায় পায়ে ৪০টি সেলাই লাগে। ডাক্তার বলেছে সে প্যারালাইজডও হয়ে যেতে পারে।
এ বিষয়ে নিউমার্কেট থানার এস আই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্র তারাপুর থেকে আসার সময় হেলপারের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং সেই শিক্ষার্থীর ডান পা কেটে যায়।
ওসি স্যারকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে কলেজের প্রিন্সিপাল ও মালিকপক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান করবেন।
মন্তব্য করুন