বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ব‌রিশা‌লে প্রি-পেইড মিটার স্থাপন প্রত্যাহা‌রের দাবি

বরিশালে প্রি-পেইড মিটার স্থাপন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
বরিশালে প্রি-পেইড মিটার স্থাপন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

জনভোগান্তি ও হয়রানির প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপু‌রে নগরীর অশ্বিনী কুমার হলের সাম‌নে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশালের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তারা বলেন, আমরা রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারী, নানা মহল ও সংবাদ মাধ্যমে বিভিন্ন বিরূপ অভিজ্ঞতা ও প্রভাবের বিষয়ে অবগত হয়েছি। এক কথায় প্রি-পেইড মিটার একটি জটিল মিটার। যার মাধ্যমে ব্যবহারকারী ভোগান্তি ও হয়রানির স্বীকার হওয়া ছাড়া আর কোনো তথ্যই সামনে আসছে না। কাজেই বরিশালে এই প্রি-পেইড মিটার স্থাপন করলে অন্য জায়গার মতো এখানকার ব্যবহারকারীরা ভোগান্তি ও হয়রানির শিকার হবেন। গ্রাহকরা প্রাথমিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মানুযায়ী জানিয়েছেন। এর পরও যদি বিপজ্জনক ওই মিটার বসানোর কার্যক্রম হাতে নেয়, তাহলে নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

বক্তারা আরও বলেন, বিগত সরকার নাগরিকদের দিকবিবেচনা না করে তাদের ইচ্ছেমতো দেশের বিভিন্ন স্থানে প্রি-পেইড মিটার বসিয়েছে। যেটি সাধারণ মানুষের কাঁধে এখন দানবের মতো বোঝা হয়ে দাঁড়িয়েছে। হাসিনার কোনো প্রজেক্ট এদেশে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সমাবেশ থেকে বক্তারা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান নেতারা। এই মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সমাবেশ থেকে।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, সাবেক শিক্ষক মাসুদ চৌধুরী, সমাজসেবক বিলিয়ন পলাশ, শ্রমিক নেতা আব্দুল মান্নান মিয়া, ব্যবসায়ী লিটন হাওলাদার, শাখাওয়াত হোসেন, রাইসুল ইসলাম, মো. নিয়াজ, আকিউর রহমান লিমন, মাসুম বিল্লাহ, আবদুল মান্নান মৃধা প্রমুখ।

সমাবেশ শেষে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সাম‌নে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হংকংয়ের আগুন নিয়ন্ত্রণে, নিহত অন্তত ৯৪

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ‘মধুপুর ফল্ট’, শঙ্কিত টাঙ্গাইলবাসী

২৮ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ওয়াশিংটনে গুলিবর্ষণ, নিহত ন্যাশনাল গার্ড সদস্য

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

১১

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১২

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

১৩

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

১৪

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

১৫

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১৬

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১৭

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজছাত্রের

১৮

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৯

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

২০
X