পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি’

পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে মামুনুল হক। ছবি : কালবেলা
পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে মামুনুল হক। ছবি : কালবেলা

শেখ হাসিনার রাজনীতি ‘প্রতিশোধের রাজনীতি’ ছিল বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ১৯৭৫ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের ওপার তিনি প্রতিশোধ নিয়েছেন। এই জাতি যেন কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন। এই দেশকে তিনি স্বাধীন দেশ রাখতে চাননি। এই দেশে শেখ হাসিনা নেই কিন্তু তার দোষররা এখনো আছে। শেখ হাসিনার প্রেত্মাতারা আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা মেগা মেগা প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে হোগলা করে ছেড়ে দিয়েছেন। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার থেকে আকাশ থেকে গুলি করেছে। হাতুড়ি লীগ, হেলমেট লীগ দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল-কলেজ-মাদ্রাসাছাত্রদের হত্যা করেছে। তিন বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরে মধ্যে রেহাই পায়নি। সহস্রাধিক হত্যা করেও শেখ হাসিনার তৃষ্ণা মেটেনি।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ছিল শেখ হাসিনা ও তার দোসরদের নাটক। এখন বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মুসলিমদের প্রধান দায়িত্ব হলো দুর্গাপূজাসহ সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। আগস্ট বিপ্লবের ফসল হবে চূড়ান্তভাবে বাংলাদেশে ইসলামের বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পাশের দেশেরই রয়েছেন। যে কোনো সময় না কি দেশে ঢুকে যেতে পারেন। আমরাও চাই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যেমে বিচার করা হোক। তিনি সব সময় সংখ্যালঘুদের নিয়ে বিশৃঙ্খলা করেন। রাতের বেলা নাগিন হয়ে সংখ্যালঘুদের দংশন করেন। আর দিনের বেলা গিয়ে ওঝা হয়ে সেই বিষ ঝাড়েন।

বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, মাহবুবুল হক, সদস্য সচিব আবু সাইদ নোমান, বায়তুল মাল সম্পাদক ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক কারি মো. আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

রাকুলের সতর্কবার্তা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১০

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১১

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

১২

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যাবে

১৩

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৪

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

১৫

গায়েহলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

১৬

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

‘পরিমার্জিত’ শান্তি পরিকল্পনায় একমত যুক্তরাষ্ট্র-ইউক্রেন 

২০
X